কলকাতা : নতুন থানা তৈরি হওয়ায় পুলিশ কর্মীর ঘাটতি রয়েছে। মানলেন খোদ পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দ্রুত পুলিশে নিয়োগ হবে বলেও দাবি করেছেন তিনি। থানা বাড়লেও, পুলিশ কর্মী কম থাকায় নজরদারির অভাব? তার জন্য়ই কি পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে রাজ্যজুড়ে বোমার আস্ফালন? বনগাঁয় ( Bongaon )  শৌচাগারে বোমা বিস্ফোরণে ঝরে গেছে ১১ বছরের ছোট্ট প্রাণ। এনিয়ে যখন পুলিশের ভূমিকায় জোরালভাবে সরব বিরোধীরা, তখন রাজ্যে পুলিশ কর্মীর ঘাটতির কথা মানলেন খোদ পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay )। বললেন, 'অনেক থানা হয়েছে। আমি ৫০ লোকের হাসপাতাল করেছি। ১০০টা বেড করে দিলাম। ৫০টা বেড হওয়ার কথা। এইখানে যে সমস্যাটা হয় সেটা হয়েছে।' 


ঘাটতি মানলেন শোভনদেব


তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )  নিজে রাগ করছেন। বলছেন, যে আমি চাই যে পুলিশে নিয়োগ হোক। কেন এত দেরি হচ্ছে? দেখবেন নিজে বলেছেন উনি, শিগগির নিয়োগ হবে। হলে আমার মনে হয় অনেকটা সমস্যা মিটে যাবে।' যা নিয়ে পাল্টা তৃণমূল সরকারকে নিশানা করেছে বিরোধীরা। 

শোভনদেবের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে নিশান করেছেন বিরোধীরা। বিজেপি মুখপত্র শমীক ভট্টাচার্য বলেন, পুলিশের ক্ষমতা আছে কোনও দুষ্কৃতীকে স্পর্শ করার ? সব দুষ্কৃতীই তো তৃণমূলে চলে গেছে । ' 


সিপিএমন নেত সুজন চক্রবর্তী বলেন, শোভনদেব চট্টোপাধ্যায় ঠিক বলেছেন। উনি বরং পুলিশমন্ত্রীকে বলুন, ' আপনি পুলিশমন্ত্রী হিসেবে কাাজ করতে পারছেন না,  আপনি ফেল করেছেন। '


 এনআইএর ডিজির বৈঠক


এই রাজনৈতিক তরজার মাঝেই মালদা ও নদিয়ায় উদ্ধার হল বোমা। বৈষ্ণবনগরে একটি মাঠ থেকে ১৩টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, সোমবার রাতে চাপড়ায় ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। এদিকে এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণ। দুবরাজপুরে বিস্ফোরণে উড়ে যায় তৃণমূল কর্মীর বাড়ির ছাদ। চাপড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণে উড়ে যায় ঘরের দেওয়াল। এই আবহেই মঙ্গলবার নিউটাউনে রাজ্যের এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কলকাতা সফররত এনআইএর ডিজি দিনকর গুপ্ত। সূত্রের খবর, রাজ্যে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের তথ্য রাজ্যের NIA আধিকারিকদের কাছে আছে কিনা জানতে চান তিনি। বাংলায় NIA-র হাতে থাকা মামলাগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন ডিজি। তদন্তের গতি আরও বাড়াতে নির্দেশ দিয়েছেন বলেও খবর। এনআইএর ডিজির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতায় এসেছেন দিনকর গুপ্ত। রাজভবনে রাজ্যপালের সঙ্গেও বৈঠক করেন তিনি। 

অন্যদিকে আবার, ফের বদলি করা হল আইপিএস দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশ থেকে সরানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে। রুটিন বদলি বলে দাবি রাজ্য সরকার সূত্রে। দময়ন্তীকে কাকদ্বীপে জোড়া মৃত্যু, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু-সহ রাজ্যের একাধিক ধর্ষণ-মামলার তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট।         

আরও পড়ুন : 


অফিসের কাজের চাপে একঘেয়ে জীবন, কীভাবে থাকবেন হাসিখুশি-প্রাণোচ্ছ্বল? রইল সহজ কিছু টিপস