সন্দীপ সরকার, কলকাতা : এখনও দেশজুড়ে প্রাণ কাড়ছে করোনা! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। দুইয়ের হারই বেড়েছে! কুড়ি শতাংশেরও বেশি বেড়েছে দৈনিক সংক্রমণ। ২৫ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু।
এই নিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য এখনও পর্যন্ত ভারতে ৬টি ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না, জাইডাস ক্যাডিলা, এবং জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন। এখন স্পুটনিক লাইটের ট্রায়ালে কতটা সাফল্য মেলে সেটাই দেখার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুসারে, দেশে করোনায় গতকালের তুলনায় ২৫ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। কুড়ি শতাংশেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৭৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬।
এরই মধ্যে রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র মেলায় কিছুটা আশার আলো দেখা গেল বইকি। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হবে ট্রায়াল। অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতার রুবি হাসপাতালে ট্রায়াল শুরু হবে। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্ব ১৭৯ জনের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক লাইট। রুবি হাসপাতালে ১৮ জনের উপর প্রয়োগ হবে।
ভারতে স্পুটনিক লাইট উৎপাদন করার কথা ডক্টর রেড্ডিজের। তবে ট্রায়ালের তত্ত্বাবধানে থাকছে ক্লিনিমেড নামে একটি সংস্থা। এর আগে ভারতে প্রথম সিঙ্গল ডোজের ভ্যাকসিন হিসেবে জনসন অ্যান্ড জনসনের ‘জ্যানসেন’-কে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে DCGI. এবার আরও এক ভ্যাকসিনের সিঙ্গল ডোজের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেওয়া হল। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, স্পুটনিক লাইটের কার্যকারিতা ৭৯ দশমিক চার শতাংশ।