নয়াদিল্লি : করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) ইতিমধ্যেই আছড়ে পড়েছে আরবসাগরের উপকূলে। দাবি বাণিজ্যনগরীর (Mumbal) মহানাগরিকের। করোনার থার্ড ওয়েভ সংক্রান্ত একটি বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'তৃতীয় ঢেউ আসছে নয়, এখানে এসে গেছে'। এএনআই (ANI) সূত্রে খবর।
সামনেই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। উত্সবের মরসুমে আরও বড় ধাক্কা দিতে পারে করোনা, এই আশঙ্কায় ভুগছে প্রশাসন। এর আগে ওনাম অনুষ্ঠানের পরপরই কেরলে করোনাগ্রাফ চড়চড় করে চড়তে থাকে। সেই পরিপ্রেক্ষিতেই মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর (Kishori Pednekar) এই মন্তব্য করেন। সেই সঙ্গে মুম্বইবাসীকে তিনি আর্জি জানান, উত্সব পালন করুন বাড়িতেই।
আরও পড়ুন : India Corona Update: দেশে একদিনে ২৫ শতাংশ বাড়ল দৈনিক মৃত্যু, আক্রান্ত প্রায় ৩৮ হাজার
মুম্বইতে সেপ্টেম্বরে সংক্রমণ বেড়েছে লক্ষণীয় হারে। অগাস্টে মোট আক্রান্তের ২৮ শতাংশ সংখ্যা সেপ্টেম্বরের প্রথম ৬ দিনেই ছুঁয়ে ফেলেছে মুম্বই।
সেই সঙ্গে দেশে করোনায় গতকালের তুলনায় ২৫ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। কুড়ি শতাংশেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৭৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ৫১। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১১৪ জন।
অন্যদিকে, রাজ্যে করোনার সিঙ্গল ডোজ টিকার পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিল DCGI। সূত্রের খবর, অক্টোবরের প্রথম সপ্তাহে রুবি হাসপাতালে শুরু হবে স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগ। গোটা দেশে ১৭৯ জনের ওপর প্রয়োগ করা হবে করোনা টিকার সিঙ্গল ডোজ। রুবি হাসপাতালে ১৮ জনের ওপর প্রয়োগ করা হবে বলে স্থির হয়েছে। প্লাসিবো নয়, সকলেই স্পুটনিক লাইট টিকা পাবে বলে জানানো হয়েছে। খবর সূত্রের।