উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আগামীকাল, শনিবার রেডরোডে দুর্গা পুজোর কার্নিভাল। তা নিয়ে বৃহস্পতিবারই পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা। এবার কার্নিভালের আয়োজনের জন্য আগামীকাল রেড রোডে চাকরিপ্রার্থীদের, পুলিশের তরফে ধর্নায় না বসার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। নিরাপত্তাজনিত কারণে চাকরিপ্রার্থীদের কাল ধর্নায় না বসার নির্দেশ ময়দান থানার।
কেন 'বারণ'
এই এলাকাটি স্পর্শকাতর। এদিকে শনিবার কার্নিভাল রয়েছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। ভিড়ও হবে। একাধিক পুজো কমিটি যোগ দেবেন কার্নিভালে। দর্শকরা থাকবেন। তাই হাইসিকিউরিটি জ়োন হিসেবে এখানে বসতে বারণ করা হয়েছে।
আজ ৫৭২ দিনে ধর্না:
SSC-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৫৭২ দিনে পড়ল। শুক্রবার অবস্থানমঞ্চে একজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চাকরিপ্রার্থীদের দাবি, আগামীকাল কার্নিভালের মঞ্চ থেকে অথবা তাঁদের মঞ্চে এসে মুখ্যমন্ত্রী চাকরির নিশ্চিত আশ্বাস দিন। তাহলে তাঁরা অবস্থান তুলে নেবেন।
নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে এই চাকরিপ্রার্থীদের এই অবস্থান আন্দোলন চলছে। এদিনটি হিসেব করলে ১ বছর ৬ মাস ২৫ দিন ধরে আন্দোলন চলছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি। দুর্গাপুজোর মধ্যেই রাস্তাতেই কেটেছে চাকরিপ্রার্থীদের। নানা সময় নানা রাজনৈতিক দলের নেতারা আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছে
হকের পাওনা চাকরির দাবিতে পুজো কেটেছে পথেই। কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Protest)। বৃহস্পতিবার, দশমীর দিন তাঁদের সঙ্গে সেখানে গিয়ে দেখা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। সেখানে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিজয়া দশমী উপলক্ষে চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখও করান তিনি। পুজোর মধ্যেই, ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন সেলিম। সেখানে এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে নিশানা করেছিলেন তিনি। আন্দোলকারীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল ওই দিন।
এসএসসি-র গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ইডি- র তরফেও চার্জশিট পেশ করা হয়েছিল এই মামলায়। সিবিআই- এর চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ-সহ ১৬ জনের নাম রয়েছে। এই চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও।
আরও পড়ুন: ৫৭২ দিনে SSC চাকরিপ্রার্থীদের অবস্থান, অসুস্থ এক আন্দোলনকারী