সৌভিক মজুমদার, কলকাতা:  এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ফের একজনের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। নবম-দশম গণিতের এক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। বুধবার ফের মামলার শুনানি। 


এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশেই পরেই অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এবার সিদ্দিক গাজি নামে এক ব্যক্তির চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। এর আগে হাইকোর্টের নির্দেশের পরই পরেশ অধিকারীর (Paresh Adhikary) কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikary) বেতন বন্ধ করা হয়েছিল। পরিচালক সমিতির বৈঠকে তাঁর বেতন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছেন অঙ্কিতা, সেটাও হিসেব করে জমা দিতে হবে তাঁকে। মেধাতালিকায় নামের ক্রম পরিবর্তন হয়েছিল বলে অভিযোগ। তারপরেই স্কুলে চাকরি পান। তারপরেই এক পরীক্ষার্থী মামলা দায়ের করেন।


কেন বাতিল:
মেধাতালিকায় ২০০ নম্বরে থাকা ব্যক্তি চাকরি পাননি। এদিকে চাকরি পেয়েছেন মেধাতালিকার ২৭৫ নম্বরে থাকা ব্যক্তি। তার জন্যই মধ্যশিক্ষা পর্ষদকে চাকরি বাতিলের নির্দেশ। 


সম্প্রতি এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলার বেঞ্চ (Bench) বদল হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে ওই মামলা সরেছে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। আর অন্যদিকে প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত মামলা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এ যাবৎ এসএসসি সংক্রান্ত আটটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখনও মামলাগুলির আংশিক শুনানি হয়েছে। তাই ওই আটটি মামলা আপাতত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই থাকছে। দুর্নীতি সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিও তাঁর এজলাসেই হবে। তবে এসএসসি নিয়ে নতুন কোনও মামলা দায়ের হলে, তার শুনানি করতে পারবেন না তিনি। সেটি সরাসরি বিচারপতি মান্থারের এজলাসে উঠবে।


আরও পড়ুন: রাজস্থানে গিয়ে বাংলার সমালোচনা রাজ্যপালের, ক্ষুব্ধ তৃণমূল