সৌভিক মজুমদার, কলকাতা : ‘দাগি’ শিক্ষকরা চিহ্নিত। তাঁদের নামের তালিকাও সর্ব সমক্ষে এসেছে। পরীক্ষায় বসার জন্য আরও সময় চেয়ে এবার SSC অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ। এরই মধ্যে আদালতের দ্বারস্থ হলেন SSC-র দাগি প্রার্থীদের একাংশ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আবেদন করে ৩৫০ জন দাগি প্রার্থী এবার আদালতের দ্বারস্থ হল।

আবেদনে উল্লেখ, ডিভিশন বেঞ্চ ‘দাগি’ হিসেবে চিহ্নিত না করলেও, SSC তাঁদের ‘দাগি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।হাইকোর্ট-সুপ্রিমকোর্ট সকলেই বলেছে ‘দাগি’দের ক্যাটিগরিতে ভাগ করতে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই ভাগ করেনি, হাইকোর্টে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। 

সব শুনে বিচারপতি বলেন, 'মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, এই মামলায় আমি কিভাবে হস্তক্ষেপ করব? আপনারা সুপ্রিম কোর্টে যান। পাল্টা  মামলাকারীর আইনজীবী বলেন, 'এই মামলা শোনার এক্তিয়ার আপনার আছে, আমাদের বক্তব্য জানাতে দিন। তারপর আপনি সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ দিলে আমরা নিশ্চয় যাবো। ' এরপর মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।                 

'দাগি'রা যাতে পরীক্ষায় কোনওভাবেই বসতে না পারে, তা নিয়ে বারবার সতর্ক করেছেসুপ্রিম কোর্ট। গত শুক্রবারও ফের SSC-কে সতর্ক করে দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার SSC-র আইনজীবীর উদ্দেশে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে, আবার ‘দাগি’দের নির্বাচিত করা হয়েছে, তাহলে কমিশনকে কড়া ব্য়বস্থার মুখে পড়তে হবে। SSC-র কাছে ‘দাগি’দের তালিকা রয়েছে। তারা যদি 'দাগি’দের ছাড় দেয়, তাহলে তার ফল ভুগতে হবে। সেই সঙ্গে বিচারপতি ফের একবার SSC-কে ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের কথা বলতে যাচ্ছিলেন। তখনই কমিশনের আইনজীবী বলেন, পরদিনই অর্থাৎ শনিবার 'দাগি'দের তালিকা প্রকাশ করা হবে। সেই মতো সন্ধ্যায় প্রকাশ করা হয় তালিকা । 

শনিবার দিনভর টালবাহানার পর রাত ৮টা নাগাদ, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, 'দাগি'দের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। শনিবার যে লিস্ট ওয়ান লেখা তালিকা SSC-র তরফে প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে ১ হাজার ৮০৪ জনের। ৩৪ পাতার এই তালিকায় নাম, রোল নম্বরের উল্লেখ থাকলেও, উল্লেখ করা হয়নি তাঁরা কোন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা বা কোন স্কুলে শিক্ষকতা করতেন। এবার তাদেরই একাংশ পরীক্ষায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হল।