মুর্শিদাবাদ: SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় এদিন সকাল থেকেই মোট ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ED। এরমধ্যে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে ED-র গাড়ি ও আধিকারিকদের দেখে পালাতে যান জীবনকৃষ্ণ সাহা, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তবে সে সেখানেই খান্ত হননি, তল্লাশিতে আসতে দেখে নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা, বলে খবর ED-র। তবে পালানোর চেষ্টা শেষ অবধি ব্যর্থ হয়। বাড়ির পিছনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করতেই ওই বিধায়ককে ধরে ফেলেন ED আধিকারিকরা।
আরও পড়ুন, 'মার্ডারের পরের দিন এরা ইলিশ উৎসব করেছে..' ! বারুইপুরে BJP নেতাকে 'খুনে' হাইকোর্টে যাচ্ছে দল
তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতেও ED-র হানা
SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় এদিন সকাল থেকেই মোট ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ED। এরমধ্যে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ED সূত্রে খবর, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তল্লাশি অভিযানে, আসতে দেখে নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। যদিও এই চেষ্টাও সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়। বাড়ির আশপাশ তল্লাশি করে ঝোপের মধ্যে মিলেছে বিধায়কের ২টি ফোন। উল্লেখ্য. এর আগেও বাড়িতে CBI তল্লাশির সময় নিজের ২টি ফোন, পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে।
রাজারহাট ও পুরুলিয়ায় তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা
এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। ২০২৩-এর ১৭ এপ্রিল গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক। এই মামলায় গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান জীবনকৃষ্ণ সাহা। জীবনকৃষ্ণ সাহার আত্মীয়, সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ED-র হানা। শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে সক্রিয় ED। রাজারহাট ও পুরুলিয়ায় তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা।পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিমটাঁড় এলাকায় শুভম মঙ্গলের বাড়িতে হানা ED-র স্থানীয় সূত্রে খবর, শুভম মঙ্গলের তিন বোনই স্কুল শিক্ষিকা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)