প্রকাশ সিনহা, সত্য়জিৎ বৈদ্য় ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়: ইডির জেরায় কি ক্রমশ নরম হচ্ছেন 'কালীঘাটের কাকু'? সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের সঙ্গে হোয়াটস অ্য়াপ চ্য়াট নিয়ে আগে যেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) উত্তর ছিল, 'জানি না, বলতে পারব না'। এখন সেখানে সাক্ষাতের কথা স্বীকার করেছেন কাকু। শুধু তাই নয়, একাধিক সংস্থার নিয়ন্ত্রণের কথাও কাকু কবুল করেছেন বলে ED সূত্রে দাবি (SSC Case)। 


নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু তদন্তে তিনি অসহযোগিতা করছেন বলেই জানা যাচ্ছিল এ যাবৎ। তবে সূত্রের খবর, ইডি-র লাগাতার জেরার মুখে ২০১৮ সালেও মানিকের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন সুজয়কৃষ্ণ।

তাহলে কি ধীরে ধীরে মুখ খুলতে শুরু করছেন 'কালীঘাটের কাকু'? তাঁর মুখ থেকে কোন কোন হেভিওয়েটের নাম বেরোতে পারে? 'কান' ধরেই কি 'মাথা'র কাছে পৌঁছবে ED? ক্রমেই জোরাল হচ্ছে প্রশ্ন।

সূত্রের খবর, তদন্তে প্রথমে অসহযোগিতা করলেও, এখন কিছু কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন সুজয়কৃষ্ণ। যেমন, সুজয়কৃষ্ণের কাছে জানতে চাওয়া হয়, তিনি মানিককে চেনেন কিনা। এর উত্তরে তিনি বলেছিলেন, ২০২১-এর আগে চিনতাম না। এর পরের থেকে চিনি। তখন, মোবাইলের একটি চ্য়াট হিস্ট্রি দেখানো হয় 'কাকু'কে।


আরও পড়ুন: North 24 Pargana: কাউন্সিলর বনাম বিধায়কের দ্বন্দ্ব, জল গড়াল ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দফতর পর্যন্ত

ED সূত্রে খবর, যেখানে দেখা যাচ্ছে, ২০১৮-এ দু'জনের কথা হয়েছে। এই প্রশ্নের উত্তরে 'কাকু' আগে বলেছিলেন, 'জানি না। কিছু বলব না'। ইডি সূত্রে দাবি, সম্প্রতি জেরার মুখে তিনি স্বীকার করেছেন, ২০১৮-এ মানিকের সঙ্গে কথা হওয়ার বিষয়টি।

ইডি সূত্রে দাবি, ওয়েলথ্ উইজার্ড প্রাইভেট লিমিটেড আর্কাইভ কনসালটেন্সি এবং এসডি কনসালটেন্সি এই তিন কোম্পানির সঙ্গে প্রত্য়ক্ষ যোগাযোগের কথাও স্বীকার করেছেন কাকু। তবে, A সরকার অ্যাসোসিয়েট সরকার এন্টারপ্রাইজেস এবং নয়নিকা এন্টারপ্রাইজেস নামে আরও ৩টি কোম্পানির সঙ্গে যোগসূত্র অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ। 

এদিকে সদ্য় বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ এজেন্সির বিরুদ্ধে তাঁর ওপর চাপ দেওয়ার অভিযোগ করেছিলেন। কিন্তু মঙ্গলবার সম্পূর্ণ উল্টো সুর শোনা গিয়েছে 'কালীঘাটের কাকু'র গলায়। এর আগে, কুন্তলের দবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে তাঁকে চাপ দিচ্ছেন তদন্তকারীরা। কিন্তু এমন কোনও চাপ আসছে কিনা জানতে চাইলে, 'কাকু' বলেন, 'না'।

ইডি সূত্রে দাবি, ইতিমধ্য়েই সুজয়কৃষ্ণsর আত্মীয়-স্বজন এবং বিভিন্ন কোম্পানি মিলিয়ে আরও অন্তত ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। এবার কাকুর আত্মীয়-পরিজনদের সম্পত্তির তালিকাও তৈরি করা হচ্ছে।