কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চাকরিহারা শিক্ষাকর্মীদের (SSC Protest) অবস্থান অব্যাহত। করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তালা ভেঙে সেই সুলভ শৌচালয়ে ঢুকলেন চাকরিহারারা। 

চাকরি ফেরত চেয়ে আন্দোলনে শিক্ষাকর্মীরাও। করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা শিক্ষাকর্মীা অবস্থান-বিক্ষোভে বসেন। চাকরি ফেরতের দাবিতে গতকাল সন্ধে ৭টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন শিক্ষা কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D কর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাঁদের প্রশ্ন, যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়? আর অবস্থানের মধ্যে থেকেই এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। ক্ষিপ্ত চাকরিহারা তালা ভেঙে দেন। এমনকী আশেপাশে দোকানও বন্ধ। এরপর শৌচালয়ে ঢুকলেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, যোগ্যদের তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। যার প্রতিবাদে চাকরিহারাদের ক্ষোভ আছড়ে পড়ল SSC দফতরের সামনে। একইভাবে অবস্থান চলছে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনেও। এদিকে গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "এসএসসি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সেখানে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের কোনও কথা বলা হয়নি। আর যোগ্য এবং বঞ্চিত শিক্ষকদের বেতন সময় মতোই দেবে সরকার। আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল যদি এসএসসি ইতিবাচক আইনি পরামর্শ পায়, তাহলে তালিকা প্রকাশ করবে। তারা সেরকম আইনি পরামর্শ পায়নি। ফলে প্রকাশ করেনি। আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এটার উত্তর মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবে।''                         

এদিন মেদিনীপুরের সভা থেকে চাকরি হারা শিক্ষকদেরও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২টা পর্যন্ত কথা বলেও দেখছি, কেউ কেউ অনড় আছে। যে টেন্টেড-আনটেন্টেড লিস্ট বের করতে হবে। কেন বসে আছেন গরমের মধ্যে। আপনারা স্কুলে যান। সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে। গ্রুপ সি, ডি যা বাতিল হয়েছে আইনজীবীদের পরামর্শ নিতে দিন। আমি তো নিশ্চয়ই চাইব না, আমার রাজ্যে বেকার বাড়ুক।''