সৌভিক মজুমদার, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআইয়ের (CBI) কাছে হাজিরার নির্দেশ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ। এসএসসি (SSC Update) নিয়োগ মামলায় পার্থকে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সাড়ে ৫টার মধ্যে সিবিআইয়ের কাছে পার্থকে হাজিরার নির্দেশ।
পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ: এদিন আদালত জানিয়েছে, কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্টের পরেই এই নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে জিজ্ঞাসাবাদের সময় কলকাতা হাইকোর্ট যদি মনে করে তাহলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারও করতে পারে।
উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না: কয়েকদিন আগেই গরুপাচার মামলায় (Cow Smuggling Scam) সিবিআই (CBI) হাজিরার দিনেই অসুস্থ হওয়ার কথা জানিয়ে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডে (Woodburn Ward) ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তৃণমূলের নেতা কুণাল ঘোষও দলের নেতাদের কেন্দ্রীয় সংস্থার হাজিরা এড়িয়ে উডবার্ন ব্লকে ভর্তি হওয়া নিয়ে মুখ খুলেছিলেন।ফলে এই সময় কলকাতা হাইকোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে জিজ্ঞাসাবাদের সময় সিবিআই প্রয়োজন মনে করলে গ্রেফতার করতে পারে।
শিক্ষক নিয়োগ মামলা: শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা চলছে আদালতে। এমনই একটি মামলার শুনানি ছিল এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, পার্থর অনুমতিতে ৫ সদস্যের যে কমিটি এসএসসি গঠন করেছিল তা সম্পূর্ণ রূপে বেআইনি। সরকার এবিষয়ে অবগত কি না তা নিয়েও বারবার প্রশ্ন তোলা হয়েছে। তার ভিত্তিতে আজকের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল।