SSC Examination 2025: আজ দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষা। সকাল থেকেই শহর থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে রয়েছে আঁটসাঁট নিরাপত্তা। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশবাহিনী। রয়েছেন মহিলা পুলিশরাও। ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন। কলকাতার আশুতোষ কলেজে দেখা গিয়েছে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের ভালভাবে পরীক্ষা করে তারপর ঢুকতে দেওয়া হচ্ছে। কলেজে প্রবেশের আগে ভালভাবে খুঁটিয়ে দেখে নেওয়া হচ্ছে এসএসসি প্রদত্ত অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষার্থীদের স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল নিতে বলা হয়েছে। এমনকি যাবতীয় নথি স্বচ্ছ ফোল্ডারে নিতে হবে। পেন নিয়ে কোনও সমস্যা হলে, প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র থেকে পেন দেওয়া হবে পরীক্ষার্থীদের।
শুধু শহর নয়, শহরতলি এবং বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতেও দেখা গিয়েছে প্রায় একই ছবি। জলপাইগুড়ি, কোচবিহারে সকাল থেকেই চলছে বৃষ্টি। ছাতা মাথায় নিয়েই হাজির পরীক্ষার্থীরা। কেউ বলছেন ভরসা রয়েছে কমিশনের উপর। কেউ সাফ জানাচ্ছেন বিন্দুমাত্রও ভরসা নেই। ইতিমধ্যেই দেখা গিয়েছে, শহর এবং শহরতলি ও জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ট্রাঙ্কে করে পৌঁছে গিয়েছে ওএমআর শিট। পুলিশি নিরাপত্তা বলয়ের বেষ্টনীতে সেগুলি নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের ভালভাবে দেখে নেওয়া হচ্ছে যে তাঁদের কাছে কোনও স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে কিনা। স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ ফোল্ডার না থাকলে পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
প্রথম দফার মতো দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষাতেও ভিন রাজ্য মূলত উত্তরপ্রদেশ, বিহার থেকে এসেছে পরীক্ষার্থীরা। তাঁদের অনেকেই কেমিস্ট্রিতে মাস্টার্স করেছেন। বিএড- এর পর এমএড- ও করেছেন অনেকেই। একাংশের দাবি, উত্তরপ্রদেশের সেভাবে শিক্ষকদের চাকরির সুযোগ হচ্ছে না। তাই বাংলায় সুযোগ পেয়ে পরীক্ষা দিতে এসেছেন তাঁরা। কেউ এসেছে শনিবার মাঝরাতে। কেউ বা পৌঁছেছেন রবিবার ভোররাতে।
অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে সল্টলেকে SSC ভবনেই পরীক্ষা দেবেন ২ প্রার্থী। দুই চাকরিপ্রার্থী হাবিবা খাতুন ও উত্তম ঘোষের পরীক্ষা আজ হবে SSC ভবনেই। ফর্ম পূরণের সময় পরীক্ষার বিষয় ভুল লেখেন হাবিবা ও উত্তম। পরীক্ষায় বসার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ২ চাকরিপ্রার্থী। SSC ভবনেই পরীক্ষা নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশ মেনে এসএসসি ভবনে পরীক্ষা দেবেন হাবিবা ও উত্তম ঘোষ।