সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বড় বিপর্যয়। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। নিজেদের অধিকার আদায়ের লাথি, লাঠি খেতে হয়েছে শিক্ষকদের (SSC Job Loss)। এই ঘটনা আন্দোলিত করেছে রায়গঞ্জের লোকশিল্পী তরণী মোহন বিশ্বাসের হৃদয়কে। তাই চাকরিহারা শিক্ষকদের জন্য গান বেঁধে গাইছেন তিনি।
গান বাঁধলেন লোকশিল্পী: "এমন আজব কাণ্ড লন্ডভন্ড আগে দেখি নাই, বলি ২৬ হাজার চাকরি গেল কেবলমাত্র ঘুষের দায়..." রায়গঞ্জের কাশিবাটি এলাকায় কান পাতলে ভেসে আসছে এমনই লোকগান। গানটি কে করছেন? শিল্পীর নাম তরণী মোহন বিশ্বাস। তিনি রায়গঞ্জ তথা জেলার অন্যতম বাউল বা লোকশিল্পী হিসেবে পরিচিত। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। আর এর জেরে চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। বিদ্যালয়গুলিতে তৈরি হয়েছে শূন্যতা। যে শিক্ষকরা চক ডাস্টার হাতে ক্লাস নিতেন তাঁরা এখন নিজেদের অধিকার আদায়ে নেমেছেন রাস্তায়। ইতিমধ্যেই কসবায় যোগ্যদের কাজে ফেরানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে লাথি-লাঠি খেতে হয়েছে চাকরিহারাদের। রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এই পরিস্থিতি দেখে আর বসে থাকতে পারেননি রায়গঞ্জের বাউল শিল্পী তরণী বাবু। এর আগেও বিভিন্ন সময়ে সমসাময়িক পরিস্থিতির ওপরে গান তৈরি করে গেয়েছেন বাউল শিল্পী। কখনও ভোটের সময় শান্তি বজায় রাখতে, কখনও আবার বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে গানকে অস্ত্র করে পথে নেমেছেন তরণী মোহন বিশ্বাস। আবারও বেঁধে ফেললেন গান। গানের ছত্রে ছত্রে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি।
এদিকে গাঁধীমূর্তির পাদদেশ থেকে সরে গেলেন অবস্থানরত চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এদিন সকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন তাঁরা। গতকাল দিনভর গাঁধীমূর্তির পাদদেশেই বসেছিলেন চাকরিহারাদের একাংশ। রাতে পুলিশ তুলে দেয় বলে দাবি চাকরিহারাদের। হাইকোর্টের অনুমতি নিয়ে গাঁধীমূর্তির পাদদেশে ইতিমধ্যেই অবস্থান করছে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। তাই তাঁদের অন্যত্র সরে যেতে বলে পুলিশ, দাবি চাকরিহারাদের। এরপরেই ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করলেন চাকরিহারারা।