কলকাতা: ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের। স্কুলে অবৈধ নিয়োগ। ২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ, জানিয়ে দিল হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগ থেকে নবম-দশম-একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক রায় দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, এমনটাই এদিন জানিয়ে দিল আদালত।
'একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়', SSC দুর্নীতি মামলায় এমন মন্তব্য শোনা গিয়েছিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতির মুখে। এবার ২০১৬-র সমস্ত নিয়োগকে অবৈধ ঘোষণা করে সেই 'পচা আপেল' বাদ দেওয়ার রায় দিল আদালত।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক বলেছিলেন, দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ। অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ। SSC-দুর্নীতি মামলার প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি দেবাংশু বসাক বলেছিলেন, 'পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কী করা উচিত? পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন? সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে'।
এদিন হাইকোর্টের তরফে সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, এই নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। এও জানান হয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছিল, তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই।
আরও পড়ুন, SSC নিয়োগ দুর্নীতি মামলায় স্কুলে ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট
এর আগে হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। সওয়ালে তিনি বলেছিলেন, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আদালতের সামনে সব কথা বলা হচ্ছে না। কমিশনের কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা প্রকাশ্যে আনা হোক।
OMR-এর মূল্যায়ন, OMR স্ক্যান করার বরাত কাকে কীভাবে দেওয়া হয়েছিল সেটা স্পষ্ট করা হোক।
এরপরই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, 'কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত'। সোমবার গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ প্যানেল বাতিল করে ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে