কলকাতা: ২০১৬-এ হয়েছিল নিয়োগ, ২০২৪-এ এসে সেই নিয়োগ 'দুর্নীতি'র পর্দাফাঁস। নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ২০১৬ সালের SSC-র সম্পূর্ণ নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ C ও গ্রুপ D মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হল। নিয়োগের দাবিতে গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে টানা ধর্না-আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। 


আদালতের এই রায়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে প্রশ্ন থাকছে কয়েকটি বিষয়ে।


এক, কবে নিয়োগ শুরু হবে? দুই, ২০২৪ এ নিয়োগে বয়স বাধা হয়ে দাঁড়াবে না তো? 


এই নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, 'তিনটে বিষয়কে সামনে রেখে রায় দেওয়া হয়েছে। এক, যারা নিয়োগ দুর্নীতিতে চাকরি পেয়েছিল তাঁদের চাকরি বাতিলের পাশাপাশি সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, যেহেতু এসএসসি বা রাজ্য সরকার এটা বলতে পারেনি চাকরিপ্রাপকদের ডিটেলস এবং তাঁরা যোগ্য কি না সে বিষয়ে তথ্য দিতে পারেনি। আলাদা করাটাই আদালতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। ৩ মাসের মধ্যে নাইসা বাদে অন্য কোনও সংস্থাকে দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করাতে হবে। ৪ ক্যাটিগরিতে শূন্য পদের থেকেও বেশি নিয়োগপত্র কীভাবে তা সিবিআই তদন্ত করে দেখবে। 


২০১৬ এর নিয়োগ ক্ষেত্রে ২০২৪ এ এসে বয়স কি বাধা হয়ে দাঁড়াতে পারে? 


এ প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, '২০১৬ সালে যারা পরীক্ষার্থী ছিল তাঁরা যদি সেই সময়ে বয়সসীমার মধ্যে থেকে থাকেন এবং যথার্থ প্রমাণ থাকে তাহলে অসুবিধা নেই। ২০২৪ এ এসে যদি তাঁদের বয়স পেরিয়েও যায় তাহলেও কোনও বাধা নেই। ২০১৬ সালের বয়স হিসেবেই এই নির্দেশ বলবৎ থাকবে।


হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?


নিয়োগ দুর্নীতি মামলার রায়ে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়, '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ। মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ। ১২% সুদ-সহ মেয়াদ উত্তীর্ণদের বেতন ফেরতের নির্দেশ। ৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধারের নির্দেশ। সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করতে হবে। টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের। ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়নের নির্দেশ।' 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে