কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় খেল রাজ্য সরকার। ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করেছে আদালত। এর ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি গেল। আদালতের কড়া নির্দেশ, মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরতের নির্দেশ দিতে হবে। কলকাতা হাইকোর্টের এই রায় জানার পর সাংবাদিক বৈঠক করল এসএসসি। 


এসএসসির তরফে এদিন জানানো হয়, 'সিবিআই যে তদন্ত করছিল, তাতে মোটামুটি ৫ হাজার জনের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল। আর চাকরি করছিলেন ২৪ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মী । তাহলে এই ৫ হাজার বাদ দিয়ে বাকি ১৯ হাজার জনের চাকরি যাওয়ার বিষয়ে আদালত কী যুক্তি দিচ্ছেন, তা জানতে হবে।' এই কারণেই আদালতের রায়ে খুশি নয় এসএসসি। এরপর তারা শীর্ষ আদালতে যেতে চায়। যদিও এসএসসি-র মত, পুরো রায় না পড়ে তিনি কিছু বলতে চান না। কারণ আদালত পুনর্মূল্যায়ন নিয়ে কী রায় দিচ্ছে, সেটাও দেখতে হবে।  ২০১৬-র পুরো প্যানেলই বাতিল হওয়ার পর, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এখন SSC-কী করে সেটাই দেখার।


নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে রীতিমতো খড়গহস্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকুলিয়ার জনসভা থেকে উচ্চ-আদালতে যাওয়ার কথা জানিয়ে, রায় নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, 'এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তাঁরা বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দায়, সেই ড্রাফটা তাঁরা করে দেয়। কী করবেন আমার, সাজা দেবেন? মানহানি করবেন, আমি তৈরি। '


নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে সোমবার বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। SSC-র ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। গ্রুপ C, গ্রুপ D এবং নবম-দশম, একাদশ-দ্বাদশের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি, চার সপ্তাহের মধ্যে অতিরিক্ত শূন্যপদে চাকরিপ্রাপকদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


২৩ লক্ষ পরীক্ষার্থীর OMR শিট পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে তারা। এর পাশাপাশি, টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে SSC-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৮১ পাতার নির্দেশে রয়েছে ৩৭০টি অনুচ্ছেদ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।