কলকাতা: শতবর্ষে মৃণাল সেনকে সম্মান জানিয়ে, ফিরে দেখা তাঁর বন্ধুত্ব। এক অসমবয়সী বন্ধুত্বের গল্প এটা। এক গুরু-শিষ্যের গল্প। ১৯৮০-র দশকে গড়ে ওঠা এক বন্ধুত্বের গল্প বলবে অঞ্জন দত্তের (Anjan Dutt) 'চালচিত্র এখন'। ইতিমধ্যেই কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি, আর এবার সাধারণ দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে 'চালচিত্র এখন'। বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম, দুই জায়গাতেই মুক্তি পাবে এই ছবি।
এই ছবির গল্প, ইতিহাস জানার জন্য ফিরে দেখতে হবে পিছনের দিকে। ১৯৮১ সালে, বছর ২৬-এর এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল, ৫৫ বছরের বিশ্ববিখ্যাত এক পরিচালকের। মৃণাল সেন। অসমবয়সী হলেও, মনের মিলেই গড়ে ওঠা সেই বন্ধুত্ব এগিয়ে গিয়েছিল নিজের ছন্দেই। সেই যুবক ছিলেন অঞ্জন দত্ত। গানে, অভিনয়ে, পরিচালনায় যিনি বারে বারেই প্রমাণ করেছেন নিজেকে। স্বাক্ষর রেখেছেন তাঁর অভিনবত্বের।
মৃণাল সেনকে চিরকালই নিজের গুরুর আসনে বসিয়েছিলেন অঞ্জন দক্ক। আর তাঁর সার্ধশতবর্ষে, তাঁকে, তাঁর বন্ধুত্বকে সম্মান জানাতে তিনি পর্দায় তুলে ধরেছিলেন নিজেদের বন্ধুত্বের গল্পকে। মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত নিজেই। অল্পবয়সী অঞ্জন দত্তের ভূমিকায় রয়েছেন শাওন চক্রবর্তী। এছাড়াও এই ছবিতে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তীও।
১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। তবে শহরের সমস্ত প্রেক্ষাগৃহে দেখা যাবে না এটি। কেবলমাত্র নন্দন ও রাধা স্টুডিওতে দেখা যাবে এই ছবি। এছাড়া 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। এই ছবি নিয়ে অঞ্জন দত্ত বলছেন, 'ভারতীয় ছবিতে মৃণাল সেনের অবদান বিশাল। উনি কেবল ছবি তৈরি করেননি, ন্যারেটিভ লিখেছেন, সমস্ত চলতি ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। একটা গোটা চিত্রপরিচালকের প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করেছেন। 'চালচিত্র এখন' কেবলমাত্র মৃণাল সেনকে সম্মান জানানো নয়, চলচ্চিত্র জগতে যে ঢেউ এসেছে, তার কথা ছড়িয়ে দেওয়া।
আরও পড়ুন: Tollywood Film Update: ২১ বছর পরে, ২১ তারিখ বড়পর্দায় ফিরছেন রাখী গুলজার, 'বস' হয়ে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।