কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : SSC-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছে, সেখান থেকে কারা ইন্টারভিউতে ডাক পাবেন, অর্থাৎ ইন্টারিভিউয়ের জন্য কারা উপযুক্ত, তার একটি তালিকা প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ের আগে হবে প্রার্থীদের ভেরিফিকেশন। প্রায় ২০ হাজার প্রার্থীর ইন্টারভিউয়ের রেজাল্ট প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। SSC-র ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। SSC-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি।
প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষকের। সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও পরীক্ষা নিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। নবম-দশম ও একাদশ-দ্বাদশ, দুই স্তরে শিক্ষক নিয়োগের জন্যই নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। এসএসসি- র একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট আগেই প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হলে, এসএসসি- র ইন্টারভিউয়ের রেজাল্ট। অর্থাৎ একাশ-দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউতে কারা ডাক পাবেন তাঁর তালিকা প্রকাশিত হয়েছে। এসএসসি- র ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। প্রায় ২০ হাজার প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়, খবর সূত্রের। ১:১.৬ অনুপাতে তালিকায় নাম প্রকাশিত হয়েছে। রাস্তায় বসে যে চাকরিহারারা চোখের জল ফেলেছেন, তাঁদের মধ্যে কারা ডাক পাবেন ইন্টারভিউতে, সেটাই এবার দেখার। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।
যদিও সামগ্রিক তালিকা এখনও প্রকাশিত হয়নি। আজ রাতেই এই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখ থেকে শুরু হবে ভেরিফিকেশন পর্ব। ইন্টারভিউয়ের আগে এই নথি ভেরিফিকেশন পর্ব সম্পন্ন হবে। নবম-দশমের রেজাল্ট বেরনো এখনও বাকি রয়েছে। বর্তমানে এক একজন প্রার্থী নিজেদের রোল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন, তিনি ডাক পেয়েছেন কিনা। সম্পূর্ণ তালিকা পরে প্রকাশিত হবে। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য যাঁরা নতুন করে পরীক্ষা দিয়েছেন, তাঁদের মধ্যে কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য, তাঁর তালিকা প্রকাশিত হয়েছে। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছিল। রেজাল্ট প্রকাশের পর ওয়েবসাইট অত্যন্ত ধীর গতিতে কাজ করছিল বলে অভিযোগ করেন পরীক্ষার্থীদের একটা অংশ।