SSC News: গতকাল রাতে প্রকাশিত হয়েছে এসএসসি- র একাদশ-দ্বাদশের ফল। রাত থেকে অনেকে অভিযোগ জানিয়েছিলেন যে, ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে না। সকালেও বেশ স্লো চলছে ওয়েবসাইট, এমনটাই অভিযোগ অনেকের। ক্লিক করার দীর্ঘসময় পর খুলছে ওয়েবসাইট, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। একসঙ্গে অনেকে রেজাল্ট দেখার চেষ্টা করছেন বলে ওয়েবসাইটে কিছু সমস্যা হতে পারে বলে জানিয়েছে এসএসসি কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে অনলাইনে প্রকাশিত হয়েছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে। রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, গতকাল রাত ৯.৩০-র পর জানায় SSC কর্তৃপক্ষ। তারপর থেকেই পরীক্ষার্থীদের অনেকে অভিযোগ জানিয়েছেন যে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে না। গতকাল রাতের পর আজ সকালেও বেশ ধীর গতিতেই চলছে এসএসসি- র ওয়েবসাইট। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।
SSC- র ওয়েবসাইটে কী কী দেখতে পাবেন পরীক্ষার্থীরা
কোনও মেধাতালিকা নয়, সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, জানানো হয়েছে SSC- র তরফে। ৬০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত কত, সেটা জানা যাবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগ-ইন করে এবং রোল নম্বর দিয়ে। অন্যদিকে জানা গিয়েছে, আগামী ১৭ নভেম্বর থেকে হবে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের ফল।
SSC পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা
SSC পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন কয়েকজন চাকরিপ্রার্থী। আগের শিক্ষাগত অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হবে, তা নিয়েই রয়েছে প্রশ্ন। এই নম্বর ইন্টারভিউয়ের আগে দেওয়া হবে নাকি মেধাতালিকা প্রকাশের আগে, আদালতে প্রশ্ন মামলাকারীদের আইনজীবীর। ২০১৬ সালে দুর্নীতির ভিত্তিতে চাকরি পাওয়ায় যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা কেন ১০ নম্বর পাবেন? শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া এই নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আবেদনে। SSC নবম-দশম এবং একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর, শুনানিতে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা, খবর কলকাতা হাইকোর্ট সূত্রে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।