কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : SSC-র তালিকা প্রকাশের পর বিতর্ক! ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। ২০ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ। ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন। তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাঁদের নাম নেই তাঁদের ভবিষ্যৎ কী? প্রশ্ন চাকরিহারাদের। ভরসা এবার নবম-দশমের রেজাল্টে?
প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, এসএসসি- র সেই প্যানেলটাই পুরো বাতিল হয়ে গিয়েছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। নবম-দশমের পরীক্ষার এখনও রেজাল্ট বের হয়নি। তবে একাদশ-দ্বাদশের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। এমনকি এরপর যাঁরা ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন, তাঁদের নামের তালিকাও প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তালিকা। ইন্টারভিউ রাউন্ডের আগে হবে নথি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। শোনা যাচ্ছে, ১৮ নভেম্বর থেকে এই ভেরিফিকেশন পর্ব শুরু হতে পারে।
এসএসসি- র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ রাউন্ডে ডাক পাওয়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ্যে পরই পরীক্ষার্থীদের একাংশের মধ্যে থেকে উঠেছে গুরুতর অভিযোগ। ২০১৬- র প্যানেল বাতিলের পর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন যেসব চাকরিহারারা, তাঁদের অনেকেরই নাম নেই এই তালিকায়, এমনটাই অভিযোগ। আরও অভিযোগ, নাম না থাকাদের মধ্যে অনেকেই বেশ পরিচিত মুখ, যাঁরা প্রতিবাদ করেছিলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে, রাস্তায় বসে থেকেছেন দিনের পর দিন, অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় কখনও গর্জে উঠেছেন, কখনও বা হতাশায় চোখের জল ফেলেছেন। চাল থেকে কাঁকড় আলাদা করতে না পারায় এই চাকরিহারাদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। তবে তার আগে 'অযোগ্যদের' তালিকা প্রকাশ করেছিল এসএসসি কর্তৃপক্ষ। উদ্দেশ্য একটাই, সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে কোনও 'অযোগ্য' যেন নতুন করে পরীক্ষায় বসতে না পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র শিক্ষক নন, শিক্ষাকর্মীদের প্যানেলও বাতিল হয়েছে। তাঁদেরও নতুন করে পরীক্ষা হয়েছে নিয়োগের জন্য। আর তার আগেও 'অযোগ্যদের' একটি তালিকা প্রকাশ করেছিল এসএসসি।
প্রায় ২০ হাজার প্রার্থীর ইন্টারভিউয়ের রেজাল্ট প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। SSC-র ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। SSC-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি। ১:১.৬ অনুপাতে তালিকায় নাম প্রকাশিত হয়েছে। ১০টি পদের জন্য ১৬ জনকে ডাকা হবে, এই নিরিখে প্রকাশিত হয়েছে তালিকা। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।