কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নবম-দশমের মডেল উত্তরপত্র প্রকাশ এসএসসির। ১১টি বিষয়ে ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর। ২০ সেপ্টেম্বর প্রকাশিত হবে একাদশ-দ্বাদশ মডেল উত্তর। ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। চ্যালেঞ্জে প্রতি প্রশ্নের ক্ষেত্রে দিতে হবে ১০০ টাকা করে। সঠিক চ্যালেঞ্জ হলে ফেরত দেওয়া হবে ১০০ টাকা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল এসএসসি।
৭ এবং ১৪ সেপ্টেম্বর , নবম-দশম এবং একাদশ-দ্বাদশের স্কুল সার্ভিস কমিশনের নতুন করে পরীক্ষা দিতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সীমাহীন দুর্নীতি, যার ফলে পুরো প্যানেল, বাতিল হয়েছিল। এবং তার জেরে নতুন করে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে SSC। এবং সেই থেকে স্কুল সার্ভিস কমিশন, স্বচ্ছতার স্বার্থে একাধিক পদক্ষেপ করেছিল। তারমধ্যে একটা হচ্ছে মডেল উত্তরপত্র প্রকাশ করা । আজকেই নবম-দশম শ্রেণীর পরীক্ষা যেটা ৭ তারিখ হয়েছিল, তার মডেল উত্তরপত্র প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।১১টি বিষয়ে ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর প্রকাশ করা হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে, ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ মডেল উত্তর প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, রবিবার নির্বিঘ্নে শেষ হয় SSC-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ফের পরীক্ষায় বসেন দুহাজার তেইশে চুল কামিয়ে প্রতিবাদ করা পাঁশকুড়ার রাসমণি পাত্র। বাঁকুড়ায় শিরদাঁড়া বিক্রি নেই টিশার্ট পরে পরীক্ষা দেন ২ পরীক্ষার্থী। নবম-দশমের পরীক্ষার মতো এদিনও এরাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষা দেন উত্তরপ্রদেশ-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থীরা। এনিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।
৯ বছর পর পরীক্ষা হচ্ছে SSC-র। গত ৭ তারিখ পরীক্ষা হয়েছিল নবম-দশমের শিক্ষক নিয়োগের। রবিবার হল একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা। একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দেন অনেকেই।চাকরিহারা 'যোগ্য' শিক্ষক ও SSC পরীক্ষার্থী মেহবুব মণ্ডল বলেন, '৭ বছর চাকরি করার পর, নিরাপরাধ হওয়ার পর, সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর চাকরি চলে গেছে! তাদেরকে আবার নতুন করে অগ্নিপরীক্ষা দিয়ে আবার পাস করে দেখাতে হবে। এটা খুব কঠিন কাজ! রাষ্ট্রীয় অরাজকতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং বিচারব্যবস্থার অপদার্থতার জন্য যাদের চাকরি গেল, তাদের জীবনজীবিকা, তাদের সাংবিধানিক অধিকারগুলো কোথায় যাবে, কীভাবে যাবে? '
রবিবার একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্য়পদে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়। পরীক্ষার্থীর সংখ্য়া ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। পরীক্ষা নেওয়া হল ৪৭৮টি কেন্দ্রে।প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ছিল জোরদার কড়াকড়ি ছিল নিয়মে।