সৌভিক মজুমদার, কলকাতা : যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন পরীক্ষার ফর্ম ফিল আপের সময়, তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে। আদালতে জানিয়েছে কমিশন। বুধবার এসএসসি-র নিয়োগ সংক্রান্ত ৩ টি মামলার শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তারই মধ্যে একটি মামলা ছিল এক আংশিক সময়ের শিক্ষকের করা। তিনি অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তে ১০ নম্বরের দাবি করে এই মামলা করেন। তাঁর যুক্তি ছিল, ২ জন আংশিক সময়ের শিক্ষককে পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। 

Continues below advertisement

গত সোমবার এই অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন তিনি। মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। ২ জন আংশিক সময়ের শিক্ষককে অভিজ্ঞতার নম্বর দেওয়া হলে, সবাইকে সেই নম্বর দিতে হবে, আবেদন ছিল মামলাকারীর। আগামী ২ ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। 

মামলার বিষয়বস্তু

Continues below advertisement

একাদশ-দ্বাদশে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। আদালতে দায়ের হয় মামলা। মামলাকারীর অভিযোগ, আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর না দেওয়ার কথা বলা হলেও, একাধিক ক্ষেত্রে সেই নম্বর দেওয়া হয়েছে। এই মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা।  

১০ নম্বর নিয়ে আর কী কী অভিযোগ

কেউ কেউ অভিযোগ তুলেছেন,স্বাস্থ্য দফতরে কর্মরত ব্যক্তিরাও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য় ১০ নম্বর পেয়েছেন! তাঁর প্রশ্ন, যে ব্যক্তির জন্ম ১৯৯৭ সালে, তিনি কী করে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেলেন? এমন নানাবিধ অভিযোগ উঠেছে। 

আরও মামলা 

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না । মঙ্গলবার সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয়, এমন স্কুলগুলির বেশ কয়েকজন শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের প্রশ্ন,  SSC-র নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের কেন অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হবে না?  মামলাকারীদের আইনজীবী আরও বলেন, স্বাস্থ্য দফতরের কর্মীরা, যাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তাঁদের যদি পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়, তাহলে এরা কেন পাবেন না? মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা।  SSC-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই সোমবার দুটি মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার আরেকটি মামলা হয়। সবমিলিয়ে বুধবার তিনটি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।