কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) দফতরে হাজিরার নির্দেশ পেয়েছেন মন্ত্রী (Partha Chatterjee)। সেই নিয়ে বিরোধীদের আক্রমণের ঝাঁঝ এ বার গিয়ে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপরও। তাঁর নির্দেশেই যাবতীয় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শুধু তাই নয়, এই দুর্নীতির ভাগ মুখ্যমন্ত্রী নিজেও খাচ্ছেন বলে বিস্ফোরক দাবি করেন তিনি। 


এসএসসি মামলা পার্থকে সিবিআই হাজিরার নির্দেশ


এসএসসি গ্রুপ-ডি-র নবম এবং দশম নিয়োগ মামলায় মঙ্গলবার অস্বস্তিতে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। প্রক্রিয়াগত ত্রুটিতে আজকের মতো গোয়েন্দাদের সামনে হাজিরা দেওয়া থেকে তিনি বাঁচলেও, জল অনেকদূর গড়াবে বলেই মনে করা হচ্ছে। 


এমন পরিস্থিতিতে মঙ্গলবার স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন অধীর। তাঁর কথায়, "একদম চুরি হয়েছে। এসএসসি-র নামে লুঠ হয়েছে এবং প্রত্যেক লুঠের ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী নিজে ভাগ খেয়েছেন। মুখ্যমন্ত্রী সব জানেন। তাঁর নির্দেশে সমস্ত দুর্নীতি হচ্ছে। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। দুর্নীতিকে আশ্রয় করেই ক্ষমতায় টিকে রয়েছেন তিনি।"


দুর্নীতি নিয়ে মমতাকে তীব্র আক্রমণে আধীর


সাম্প্রতিক ঘটনাক্রমের কথা উল্লেখ করে অধীর আরও অভিযোগ করেন যে, সন্ত্রাস, দুর্নীতি, লুঠ এবং পুলিশই বাংলায় তৃণমূল এবং মমতাকে ক্ষমতায় ধরে রাখার পিছনে মূল শক্তি হিসেবে কাজ করছে। মমতা যত দিন বাংলায় থাকবেন, তাঁর কাছ থেকে মমতা নয়, বরং বঙ্গবাসী নির্দয়তাই আশা করতে পারেন বলেও মন্তব্য করেন অধীর। তাঁর দাবি, বাংলা নৈরাজ্যের দিকে এগিয়ে চলেছে। 


এসএসসি মামলার শুনানি চলাকালীন মঙ্গলবার পার্থকে এ দিন বিকেলের মধ্যে CBI-এর কাছে হাজিরার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দেন, প্রয়োজন মনে করলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারও করতে পারবে সিবিআই। এর পরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।