সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : SSC-র সমস্ত চাকরিহারা প্রার্থীদেরই কি নতুন করে পরীক্ষা দিতে হবে? নাকি, পুরনো OMR-এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে? SSC-মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ নিয়ে মামলাকারী আইনজীবীদের পরস্পরবিরোধী দুটি ব্য়াখ্য়া উঠে আসছে। কেউ বলছেন, শুধু দুহাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়েছে তাই নয়, বাতিল হয়েছে পুরনো সমস্ত OMR-ও। তাই নতুন করে পরীক্ষা নিয়েই করতে হবে নিয়োগ। আরেকটা অংশ বলছেন, পুরনো OMR পুনর্মূল্যায়ন করেই নতুন করে নিয়োগ হবে। এই নিয়েই পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। 


আইনজীবীদের দুটি আলাদা মত কী কী


মামলাকারী আইনজীবীদের একটা অংশ বলছেন, শুধু ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল বা ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করা নয়,পুরনো OMR-গুলোও বাতিল করে দেওয়া হয়েছে। ফলে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে SSC-কে অর্থাৎ নতুন করে পরীক্ষা নেওয়া হবে । নতুন করে ইন্টারভিউ হবে। তার ভিত্তিতে প্য়ানেল হবে, সেখান থেকে দেওয়া হবে চাকরি। 


কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের ব্যাখ্যা করে আইনজীবীদের আরেকটা অংশ বলছেন, পুরনো OMR পুনর্মূল্যায়ন করেই নতুন করে নিয়োগ হবে। ফলে, যোগ্যরা আদৌ তাঁদের চাকরি ফিরে পাবেন কিনা, পেলে কীভাবে ফিরে পেতে পারেন, তা নিয়ে একটা ধন্দ থাকছেই। 


 বয়সসীমা পেরিয়ে গেলে ?


মামলাকারীদের আইনজীবী  সুদীপ্ত দাশগুপ্ত বলছেন, ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের মধ্য়ে কারও বয়সসীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়ে থাকলে, তিনি আর পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আবার আরেক দল আইনজীবী বলছেন, এবার যোগ্যদের নতুন করে পরীক্ষায় বসতে হবে। পুরনো OMR শিট আদালত বাতিল করে দেওয়ায়, নাইসার OMR শিটের নম্বরের আর কোনও বৈধতা রইল না। অর্থাৎ নতুন করে OMR শিটে পরীক্ষা নিতে হবে SSC-কে।  


এই পরিস্থিতিতে 'যোগ্য' চাকরি প্রার্থীদের ক্ষওভ গিয়ে পড়েছে পর্ষদ ও প্রশাসনের উপর। কেউ বলছেন, আমাদের বিশ্বাস, এই পর্ষদ, এই কমিশন এখনও অযোগ্যদের মাথায় ছাতা ধরে আছে। আবার কেউ বলছেন, কমিশন তথ্য না দিয়ে বিশাল বড় অপরাধ করেছে। কমিশনের ভূমিকা নিয়ে আমরা যথেষ্ট ক্ষুব্ধ। 


শেষ  পর্যন্ত যে ছবি উঠে আসছে তা হল, যারা টাকার বিনিময়ে চাকরি কিনেছিলেন, তাদের জন্য় চরম বিপাকে পড়লেন যোগ্য় চাকরিপ্রাপকরাও। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন :                          
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?