কলকাতা : পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বেতন ফেরত দেওয়ার নির্দেশ। দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের। বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা ফেরত দিতে বলা হয়েছে।


মামলার শুনানি-


"আদালতের নির্দেশের পরেও মন্ত্রীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয়নি এসএসসি ? অঙ্কিতা অধিকারী কি এখনও চাকরিতে আছেন ? তিনি কি স্কুলে কাজ করছেন ?" শুনানি চলাকালীন প্রশ্ন হাইকোর্টের। এর পরিপ্রেক্ষিতে এসএসসি-র তরফে জানানো হয়, এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হাইকোর্ট আরও জানতে চায়, মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী এখন কোথায় ? তাঁকে আদালতে আসতে বললে, তিনি কি আসতে পারবেন ? তখন অঙ্কিতা অধিকারীর আইনজীবী আদালতে জানান, "অঙ্কিতা কোচবিহারে আছেন, ডাকামাত্রই আসা সম্ভব নয়।"


আরও পড়ুন ; মেলেনি সম্পূর্ণ তথ্য! পরেশ অধিকারীকে ফের তলব সিবিআইয়ের


এদিকে SSC নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল ৩ ঘণ্টা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পরেশ অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, কবে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন ? তৃণমূলের জেলা ও রাজ্য স্তরের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ করে তিনি যোগ দিয়েছিলেন শাসক দলে ? তাঁর হাতে যোগদান মঞ্চে তৃণমূলের পতাকা কে তুলে দিয়েছিলেন ? কী কারণে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে ? তাঁর মেয়ে কবে চাকরি পেয়েছেন ? মেয়ের চাকরির বিষয়ে তিনি কী জানেন ? সূত্রের খবর, গতকালই জিজ্ঞাসাবাদের সময় আজ তাঁকে ফের তলব করে নোটিস দেওয়া হয়।


অভিযোগ উঠছে, ২০১৬’র স্কুল সার্ভিস পরীক্ষায় অঙ্কিতা অধিকারী ৬১ পেয়েছিলেন এবং তিনি পার্সোনালিটি টেস্টে কোনও নম্বর পাননি। কিন্তু অন্য প্রার্থী যাঁরা তাঁর (অঙ্কিতা অধিকারী) থেকে বেশি নম্বর পেয়েছিলেন এবং পার্সোনালিটি টেস্টে অংশ নিয়েছিলেন তাঁরা চাকরি পাননি। আরও অভিযোগ উঠছে, নিয়োগের ক্ষেত্রে কোনও অদৃশ্য শক্তিশালী হাত নিশ্চিতভাবে মেধা তালিকাকে অদলবদল করেছে। না হলে, পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী তালিকায় এক নম্বরে স্থান পেতেন না। এই অভিযোগও উঠছে যে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতেই দুর্নীতি হয়েছে।


২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল। ২০১৭ সালের ২ মে সেই পরীক্ষার ফল বেরোয়।  অভিযোগ, প্রথম মেধাতালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। কিন্তু, নতুন মেধাতালিকায় তাঁর নাম এক নম্বরে চলে আসে।  এর ফলে ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও, তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি পেয়ে যান বলে অভিযোগ। SSC’র তালিকায় এই পরিবর্তনের মাঝে রাজ্য রাজনীতিতেও একটা পরিবর্তন ঘটে যায়। ২০১৮ সালের ১৭ অগাস্ট ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী। সেবছরই ২৪ নভেম্বর স্কুল শিক্ষিকার চাকরিতে যোগ দেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী।