কলকাতা: টালিগঞ্জের (Tollyganj) পরে এবার অর্পিতার (Arpita Mukherejee) বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার হদিশ! বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাটে নগদ টাকার হদিশ পেল ইডি (Enforcement Directorate)। রথতলায় অর্পিতার ক্লাব টাউনের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি। সূত্রের খবর টাকা গোনার জন্য ব্যাঙ্ককর্মীদের খবর দিল ইডি। তবে কতটাকা উদ্ধার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আলমারির লকার ভাঙার চেষ্টা চালানো হচ্ছে। প্রায় ৪৫ মিনিট ধরে এই ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। মনে করা হচ্ছে আগে উদ্ধার হওয়া ওই অঙ্কের কাছাকাছিই টাকা মিলেছে আজ। 


দফায় দফায় তল্লাশি: বুধবার অর্পিতার আরও সম্পত্তির খোঁজে দফায় দফায় তল্লাশি চালায় ইডি। বেলঘরিয়ার ফ্ল্যাট, বাড়ি থেকে কসবা, বালিগঞ্জে ইডির অভিযান চলে দিনভর। অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ইডির তল্লাশি। ইডি সূত্রে খবর, এদিন বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় পৈত্রিক ভিটেতে ইডি অভিযানে গেলে তাঁদের ঢুকতে বাধা দেন অর্পিতার মা। এর পর অর্পিতার মাকে সরিয়ে বেলঘরিয়ার বাড়িতে ঢোকে ইডি। কসবাতেও অর্পিতার ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসে তল্লাশি চালানো হয়। বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালায় ইডি। 


উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হাজির হয়েছে ইডি-র টিম। তবে ফ্ল্যাটের দরজা বন্ধ। ইডি অফিসাররা দাঁড়িয়ে ছিলেন বন্ধ দরজার সামনে।  ফ্ল্যাটের চাবি আনানোর চেষ্টা করেন ইডি’র অফিসাররা। বেলঘরিয়ায় অর্পিতার আরও একটি ফ্লাটের হদিশ মিলেছে।  


বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় অর্পিতার পৈত্রিক বাড়িতেও যান ইডি-র অফিসাররা। কিন্তু তাঁদের ঘরে ঢুকতে বাধা দেন অর্পিতার মা। তারপর অবশ্য ইডি-অফিসাররা ঘরে ঢোকেন।   


পাশাপাশি, কসবার রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র অফিসাররা। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। 
তবে ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসের লেটারবক্সে ভুয়ো ঠিকানা ব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্থার লেটারবক্সে লেখা ৯৫ নম্বর রাজডাঙা রোড। এক ব্যক্তি এসে জানান, ওই ঠিকানা তাঁর বাড়ির।