কলকাতা: ফের মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়। শুক্রবার আদালতে তোলার আগে জোকায় ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। স্বাস্থ্য পরীক্ষার পরে সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেন অর্পিতা।


কী বললেন অর্পিতা:
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্পিতা মুখোপাধ্যায় বলেন, 'ইডি কে যা স্টেটমেন্ট দেওয়ার দিয়েছি।'


ইডি সূত্রের খবর:
মুখোমুখি জেরায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি ইডি সূত্রে। পাশাপাশি, ইডি সূত্রে জানা গিয়েছে, তথ্যপ্রমাণের সঙ্গে মিলছে না পার্থর বয়ান। জেরায় তথ্য গোপনের চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী, দাবি ইডি সূত্রে। আজ পার্থ-অর্পিতাকে আদালতে তোলার সময় এই তথ্য জানানো হবে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে দাবি, গতকাল মুখোমুখি জেরায় অর্পিতাকে দেখিয়ে পার্থকে জিজ্ঞাসা করা হয়, তাঁকে চেনেন কিনা। জবাবে পার্থ জানান, 'না, তেমনভাবে নয়'। পার্থর দাবি ছিল, অনেকেই তাঁর কাছে আসতেন। অর্পিতাকেও সেভাবে মাঝেমাঝে দেখেছেন। পার্থকে প্রশ্ন করা হয়, 'অর্পিতা কি আপনার ক্লোজ?' সরাসরি তা অস্বীকার করে পার্থ জানান, নাকতলার পুজোয় দেখেছেন। ইডি-র তদন্তকারীরা প্রশ্ন করেন, অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধারের কথা পার্থ জানেন কিনা। জবাবে পার্থ জানান, তিনি শুনেছেন। প্রশ্ন করা হয়, ওই টাকা কি পার্থর? জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, একদমই না। তাহলে কার টাকা? প্রশ্ন করেন ইডি-র তদন্তকারীরা। জবাবে পার্থ জানান, টাকা কার, তাঁর জানা নেই। এমনটাই জানিয়েছে ইডি। এরই পরে জোকার ইএসআই হাসপাতাল থেকে বেরনোর সময়ে এমন দাবি করেন অর্পিতা। 


ফের আদালতে:
মেডিক্যাল টেস্টের পরে আজ ফের আদালতে তোলা হচ্ছে পার্থ-অর্পিতাকে। তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে। সূত্রের খবর, পার্থ-অর্পিতাকে জেল হেফাজতে নেওয়ার আর্জি জানাবে ইডি। সূত্রের দাবি, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও, সহযোগিতা করেননি পার্থ। আদালতে এই বিষয়টি আজও জানানো হবে বলে ইডি সূত্রে খবর। 


আরও খবর: সার্ভিস কমিশনেও দুর্নীতি, তদন্ত ও মেধাতালিকা প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ