সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা : নারকেলডাঙার টালির চালের ঘর থেকে প্রসন্নর রকেট গতিতে উত্থান।
এসএসসি-নিয়োগকাণ্ডে গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়। তাঁর ২দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। তবে গাড়ি ভাড়া দেওয়ার অফিস, গৃহশিক্ষক সেন্টার থেকে কীভাবে রকেট গতিতে উত্থান?


নারকেলডাঙায় টালির চালের ভাড়া বাড়ি থেকে নিউটাউনের ফ্ল্যাট। একাধিক গাড়ি। স্থানীয়দের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে ধৃত প্রসন্নকুমার রায়ের কার্যত রকেট গতিতে উত্থান হয়েছে। নারকেলডাঙা মেন রোডে আইডিয়াল টিচার্স ইউনিট থেকে হোম টিউটর প্রোভাইড করা হত। যা ছিল প্রসন্ন রায়ের। গাড়ির ব্যবসার অফিস ছিল তাঁর। এলাকায় রাকেশ নামে পরিচিত ছিলেন।


টালির চালের  ভাড়াবাড়ির ঘরে ছোট থেকে বড় হয়েছেন বলেই জানান স্থানীয়রা। তাঁদের কথায়, কয়েক বছর আগে নিউটাউনের ফ্ল্যাটে চলে যায়। প্রসন্নর বাবা স্কুলশিক্ষক ছিলেন বলেই স্থানীয়দের বক্তব্য।


CBI সূত্রে দাবি, প্রদীপ সিংয়ের মতো প্রসন্নকুমার রায়ের বিরুদ্ধেও টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নিউটাউনের বলাকা আবাসনে মায়ের নামে ফ্ল্যাট রয়েছে স্কুলে নিয়োগ দুর্নীতিতে CBI’এর হাতে গ্রেফতার হওয়া প্রসন্নকুমার রায়ের। আবাসনের অফিসের কর্মীর দাবি, প্রসন্নর সঙ্গে যোগাযোগের সূত্র ধরে আবাসনের পুজোয় এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবছরও আবাসনের পুজোর সেক্রেটারি হয়েছেন প্রসন্ন। 


প্রসন্নর সঙ্গে আর কাদের যোগ রয়েছে? আর কতজন এরকম মিডলম্যান রয়েছেন? খতিয়ে দেখছে CBI। জেরা এগিয়ে প্রদীপের বস প্রসন্ন-র খোঁজ পায় সিবিআই। চাকরি-দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সঙ্গে সরাসরি যোগ ছিল এস পি সিনহার? সিবিআইয়ের দাবি, প্রসন্নর সংস্থার গাড়ি অন কল ডিমান্ডে ব্যবহার করতেন শান্তিপ্রসাদ সিন্হা। সল্টলেকে ভাড়া গাড়ির সংস্থা চালাতেন প্রসন্নকুমার রায়। সেই সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজ করতেন প্রদীপ সিংহ। প্রসন্নর সল্টলেকের অফিসেই তৈরি হত অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা। প্রদীপ-প্রসন্নকে জেরা করে মিলেছে তথ্য, খবর সূত্রের।


অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ কর্তাদের সেতুবন্ধনের কাজ করতেন ধৃত প্রদীপ সিং। SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহের মেল চালাচালিও হত। ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার মোবাইল ফোনে প্রদীপ সিংয়ের নাম ‘ছোটু’ বলে সেভ করা ছিল।প্রদীপের ডাক নাম হল ছোটু। দু’জনের হোয়াট্যসঅ্যাপ চ্যাটও পাওয়া গেছে। 


আরও পড়ুন- 'বস' প্রসন্ন-র নির্দেশে অযোগ্যদের তালিকা বানিয়ে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে পাঠায় প্রদীপ, দাবি সিবিআইয়ের