সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি দুর্নীতি-মামলায় আরও বিপাকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। আদালতের নির্দেশ অমান্য করেছেন রাজ্যের মন্ত্রী। সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই (CBI) দফতরে হাজিরা দেননি পরেশ অধিকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ। আজই শুনানি হবে বলে জানা গিয়েছে। দুপুরে ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ। ‘ওই সময়ের মধ্যে না এলে পরবর্তী নির্দেশ দেবে আদালত’, আদালত অবমাননা মামলায় নির্দেশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের।                               


পরেশ অধিকারী ও তাঁর কন্যার দায়ের করা মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে, এমনটাই জানান হয়েছে। শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। দুপুরে ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ। ওই সময়ের মধ্যে না এলে আদালত পরবর্তী নির্দেশ দেবে।                                  


এদিকে, এসএসসি দুর্নীতি-মামলায় হাইকোর্টের নির্দেশের পরেও এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই নিয়ে অভিনব প্রতিবাদ এসএফআই-ডিওয়াইএফআই-এর। জেলায় জেলায় চলে বিক্ষোভ-প্রতিবাদ। হুগলির বাঁশবেড়িয়াজুড়ে মন্ত্রী পরেশ অধিকারীর নামে নিখোঁজ-পোস্টার। পরেশ অধিকারীর ছবি দেওয়া পোস্টার গলায় ঝুলিয়ে মাইকে সন্ধান চাই প্রচার ডিওয়াইএফআই কর্মীদের। জলপাইগুড়ি রোড স্টেশন চত্বরে মন্ত্রী পরেশ অধিকারীর নামে পড়ল নিখোঁজ পোস্টার। মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে স্টেশন সংলগ্ন জঙ্গলেও চলল মন্ত্রীকে খোঁজাখুঁজি। মন্ত্রী কোথায়? রেল কর্মী, আরপিএফ, স্থানীয় ব্যবসায়ীদের কাছে জানতে চাইলেন এসএফআই সদস্যরা। মঙ্গলবার সকন্যা মন্ত্রী পরেশ অধিকারী জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে ওঠেন। মাঝপথে বর্ধমানে নেমে যান তাঁরা। 


এদিকে, চুরি করলে পালিয়ে বেড়াতে হয়। এক্ষেত্রে নজিরবিহীন শাস্তি হওয়া উচিত। পার্টি জয়েন করলেই মন্ত্রিত্ব। এরা জেলে না গেলে সমাজে হতাশা নেমে আসবে। আদালতের নির্দেশের পরেও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ের নিখোঁজ থাকা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।