সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : এবার নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) ধৃত যুব তৃণমূল নেতা (TMC Leader) কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জেরায় বেশ কয়েকজন এজেন্টের নাম পেলেন ইডি আধিকারিকরা। ইডি (ED) সূত্রে দাবি, চাকরির জন্য আর্থিক লেনদেন হত এই এজেন্টদের (Agent) মারফত। এরাই সরাসরি যোগাযোগ রাখতেন প্রার্থীদের সঙ্গে। যাবতীয় খবর সংগ্রহ করতেন এজেন্টরাই।


এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যস্থতাকারী ও চাকরির সুপারিশকারীদের নাম উঠে এসেছিল। এবার ইডির হাতে এল কয়েকজন এজেন্টের নাম।  কেন্দ্রীয় সংস্থা সূত্রে (Central Investigation Agency) দাবি, তাপস মণ্ডলকে (Tapas Mandal) জিজ্ঞাসাবাদেও (Interrogation) এই এজেন্টদেরই নাম উঠে এসেছিল। সেই অনুযায়ী, তালিকা তৈরির প্রক্রিয়া করেছে ইডি।


ইডির নজরে আরও এক তৃণমূল নেতা


নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্যায়ের (Shantanu Banerjee) ব্যবসায়িক লগ্নি। শান্তনুকে গত ৩দিন জিজ্ঞাসাবাদ করেছে ইডি। খতিয়ে দেখা হয়েছে তাঁর ও তাঁর পরিবারের যাবতীয় অ্যাকাউন্ট ডিটেলস ও আর্থিক লেনদেনের নথি।  ইডি সূত্রে খবর, সেসব নথি থেকে একাধিক সংস্থায় শান্তনুর লগ্নির হদিশ মিলেছে। যে সংস্থায় লগ্নি করেছেন শান্তনু, সেগুলি আদৌ আছে, নাকি ভুয়ো? খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে বেশ কয়েকবার ম্যারাথন জেরা করা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে।


নিখোঁজ অন্য অভিযুক্ত


এদিকে, খোঁজ মিলছে না নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত গোপাল দলপতির। চিটফাণ্ড মামলায় ২০২১ থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন গোপাল দলপতি। ইডি সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের (Economic Offence Wing) তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগে জামিনে তিহাড় জেল থেকে ছাড়া পান গোপাল, তারপর থেকে খোঁজ মিলছে না তাঁর।


ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ জেরায় জানায়, তিনি গোপাল দলপতিকে কোটি কোটি টাকা দিতেন। আর সেই টাকা OSD মারফৎ পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কাছে। সূত্রের খবর, কাল ইডি-র কলকাতা দফতর থেকে গোপাল দলপতির খোঁজে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ে ফোন করা হলে, জানানো হয় জামিন পাওয়ার পর থেকে তাঁর খোঁজ চালাচ্ছেন তাঁরাও। 


আরও পড়ুন- তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা? ২ দিন পর পরই নতুন নতুন নাম বলছেন কুন্তল