কলকাতা : সুবিচার চেয়ে ফের পথে চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের বিক্ষোভে করুণাময়ীতে তুলকালাম পরিস্থিতি। আচার্য ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা। এর জেরে সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। কতজন যোগ্য তাঁদের চিহ্নিত করে চাকরির ব্যবস্থা করে দিতে হবে, এই দাবিতে সরব হন তাঁরা। এই দাবিতে আজ তাঁরা আচার্য ভবনে এসেছিলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে। কিন্তু, পুলিশ তাঁদের আটকে দেয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে আচার্য ভবনের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। ওএমআর শিট রয়েছে বিক্ষোভকারীদের কারো কারো হাতে। 


এক বিক্ষোভকারী বলেন, "আমরা যোগ্য শিক্ষক। তাহলেও কেন আমাদের পথে নামতে হবে ? অযোগ্য কিছু শিক্ষকদের জন্য আজ আমাদের পথে নামা। এসএসসি-র কাছে আমাদের দাবি, ওএমআর শিট প্রকাশ করুক।" 


অপর এক বিক্ষোভকারী বলেন, "কমিশন সমস্যা তৈরি করেছে । কমিশনের হাতেই সমাধান। আমরা চাই যোগ্যদের তালিকা।"


আরও এক বিক্ষোভকারী বলেন, "এসএসসি কমিশনের অযোগ্যতায় আমাদের পথে বসতে হয়েছে। আমরা যাঁরা সম্মানের সঙ্গে চাকরি করতাম, আমাদের চাকরি ছিনিয়ে নিয়েছে। তাই আজ আমরা পথে বসে অন্যায়ের প্রতিবাদ করছি। যতদিন না যোগ্যদের চাকরি ফিরিয়ে দিচ্ছে ততদিন আমাদের এই অবস্থান চলবে।"


এদিকে আজ বর্ধমানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, "চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগাল সেল গড়ে তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি।' এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এক চাকরিহারা শিক্ষক বলেন, "আমরা শুধু এসএসসি অফিসকে চিনি। এই এসএসসি অফিস আমাদের নিয়োগ করেছে। এই এসএসসি অফিস আমাদের মান ফিরিয়ে দিক। একটা লিস্ট বের করুক। আমরা যেন আমাদের মান ফিরে পাই। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের লিস্ট বের করুক।" একই সুরে অপর এক চাকরিহারা বলেন, "এটা নিয়ে আমরা কোনো রাজনীতিকরণ করতে চাই না। আমাদের একটা কথা, এখানে সব বসছেন এমএ, বিএড, পিএইচডি হোল্ডাররা। যোগ্য প্রার্থী। ছয় বছর আমরা চাকরি করেছি। আমাদের যোগ্য লিস্টে নাম আছে। আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের এসএসসি অফিসের কাছে দাবি।"


সম্প্রতি ২০১৬-র SSC-র ২৫ হাজার ৭৫৩ জনের প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। আর তার জেরে কঠিন পরিস্থিতিতে পড়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষা কর্মীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।