Partha Chatterjee Live : ৩ অগস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ

অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্ট থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Jul 2022 11:51 PM
Partha Chatterjee Live: সকালেই পার্থকে আনা হবে কলকাতায় ?

রাত পেরোলেই পার্থ চট্টোপাধ্যায়কে আনা হবে কলকাতায়, জানাল ইডি

Partha Chatterjee Live: ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত

নিয়োগ মামলায় ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতাকে ইডি হেফাজতে থাকতে হবে।

Partha Chatterjee Live: কাল সকালে পার্থকে আনা হতে পারে কলকাতায়

'আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে', এমনটাই জানিয়েছে ইডি। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার প্রয়োজন নেই, আজই ছেড়ে দেওয়া হবে। কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বুকে ব্যথাও নেই, ওষুধ চালিয়ে যেতে হবে, ভর্তি করার প্রয়োজন নেই। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়, জানিয়ে দেন এইমসের অধিকর্তা। এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কী আজ রাতের বিমানেই কি কলকাতায় আনা হবে পার্থ চট্টোপাধ্যায়কে ? তবে সন্ধ্যা পেরোতেই জল্পনায় মিটিয়ে ইডি সূত্র জানিয়েছে, আজ রাতে কলকাতায় আনা হচ্ছে না পার্থকে। কাল সকালে আনা হতে পারে কলকাতায়।

Partha Chatterjee Live:  আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে

  ইডি সূত্রে জানা জানিয়েছে, আজ রাতে ভুবনেশ্বরেই থাকতে হবে পার্থকে ।

Partha Chatterjee Live: পার্থকে কখন নিয়ে আসা হবে কলকাতায় ?

পার্থকে কখন নিয়ে আসা হবে কলকাতায় ? ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। কারণ পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করেনি ভুবনেশ্বর এইমস। আজই দ্রুত ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Partha Chatterjee Live: ওষুধ চালিয়ে যেতে হবে, বললেন এইমসের অধিকর্তা

বুকে ব্যথাও নেই, ওষুধ চালিয়ে যেতে হবে, ভর্তি করার প্রয়োজন নেই। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়, পার্থ ইস্যুতে জানিয়ে দিলেন এইমসের অধিকর্তা।

Partha Chatterjee Live: 'আমি কোনও অন্যায়কে সাপোর্ট করি না', বললেন মমতা

পার্থ গ্রেফতার হওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। এদিন মমতা বলেন, 'আমি কোনও অন্যায়কে সাপোর্ট করি না। দুর্নীতির সাপোর্ট করা আমার নেশা ও পেশা নয়। কেউ কখনও কখনও ভুল করতেই পারে। নেতাজি লিখেছেন- ভুল করাটাও অধিকার। জ্ঞানত করলে অপরাধী, অজ্ঞানে করলে সেটা আলাদা ব্যাপার। না জেনে করলে ভুল সংশোধনের বিষয় আছে।

Partha Chatterjee Live: আজ পার্থ-র শারীরিক পরীক্ষার রিপোর্ট আসতেই কী বলল এইমস

এদিনই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তারই রিপোর্ট এদিনই দেওয়া হয়েছে। পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার, পার্থর আইনজীবীকে। পাশাপাশি ইডির তদন্তকারী অফিসারকেও পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইসিজি, ইকো, ইউএসজি করা হয়েছে। হার্টের সমস্যা ও কিডনির সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে ক্রনিক বলেই উল্লেখ করেছে এইমস।

Arpita Mukherjee Live Update: 'মেয়েদের সম্মান করি, তবে সবাই এক নয়', বিস্ফোরক মমতা

ইডি অভিযানের পর কার্যত ঘুম উড়েছে রাজ্যের শাসকদলের। গ্রেফতার হয়েছে পার্থ (Partha Chatterjee। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে ইডি। আর এদিন তারপরেই বঙ্গবিভূষণের মঞ্চে থেকে এদিন নাম না করেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, 'মেয়েদের সম্মান করি, তবে সবাই এক নয়'।

Partha Chatterjee Live: কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক, বিস্ফোরক মমতা

  এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাম না করেই বলেন, 'আমি আজ শোকাহত, সবাই সাধু বলছি না, ভুল করাটাও একটা অধিকার, কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক।'

Partha Chatterjee Live: পার্থ-র কোনওরকম অস্ত্রোপচারের কোনও দরকার নেই, জানাল এইমস

পার্থ-র কোনওরকম অস্ত্রোপচারের কোনও দরকার নেই, জানাল এইমস। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়, জানিয়ে দিলেন এইমসের অধিকর্তা। পরীক্ষা করে দেখা গিয়েছে পার্থর যে সমস্যা রয়েছে তা গুরুতর বিষয় নয়। যা সমস্যা রয়েছে তা বাড়িতে থেকে ওষুধ খেয়ে চিকিৎসা করা যাবে। নিয়ম মতো ওষুধ খেয়ে যেতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় সমস্যা নজরে রেখে পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে তিনি যা ওষুধ খাচ্ছিলেন তা খেয়ে যেতে হবে। এখনই কোনওরকম অস্ত্রোপচারের কোনও দরকার নেই। ফলে ভর্তি করা হচ্ছে না পার্থকে। 

Partha Chatterjee Live: পার্থ-র রক্ষীর পরিবারের ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার নির্দেশ

পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর পরিবারের ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার নির্দেশ। অবিলম্বে পার্থর দেহরক্ষীর পরিবারের চাকরিপ্রাপকদের মামলায় যুক্ত করার নির্দেশ। 

Partha Chatterjee Live: পার্থ-র শারীরিক পরীক্ষার রিপোর্টের পর 'ক্রনিক' বলে উল্লেখ এইমস-র

ইডির তদন্তকারী অফিসারকে পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে। হার্টের সমস্যা ও কিডনির সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইসিজি, ইকো, ইউএসজি করা হয়েছে। যদিও তা 'ক্রনিক' বলে উল্লেখ করা হয়েছে। তাই আজই দ্রুত ছেড়ে দেওয়া হবে পার্থ-কে, জানাল ভুবনেশ্বর এইমস।

Partha Chatterjee Live: পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল না ভুবনেশ্বর এইমস

পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল না ভুবনেশ্বর এইমস। আজই দ্রুত ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Partha Chatterjee Live: পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট দিল ভুবনেশ্বর এইমস

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট দিল ভুবনেশ্বর এইমস। রিপোর্ট দেওয়া হল মেডিক্যাল অফিসার, পার্থর আইনজীবীকে।

Partha Chatterjee Live: পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সমস্যা নিয়ে জানতে চেয়েছেন চিকিৎসকরা

 হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কি না জানতে চান চিকিৎসকরা। পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত শারীরিক সমস্যার কথা বলেছেন, তার জন্য তিনি কোনও ওষুধ খান, কী ওষুধ খান, তা জানতে চাওয়া হয়। 

Partha Chatterjee Live: গতকালের নির্দেশনামা সংশোধনের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের

গতকালের নির্দেশনামা সংশোধনের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের। নির্দেশনামা থেকে বেশ কিছু পর্যবেক্ষণ মুছে দেওয়ার আর্জি। এফআইআরে নাম থাকা অভিযুক্তদের টাকা নেওয়ার প্রসঙ্গ মুছে দেওয়ার আর্জি। তল্লাশিতে আইনজীবী হাজির না থাকার অভিযোগ সম্ভবত মিথ্যা, এই অংশও মোছার আর্জি। ক্যাবিনেট মন্ত্রীর চিকিত্সার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়ানোর সম্ভাবনার প্রসঙ্গ মোছার আর্জি। হাজার হাজার যোগ্য প্রার্থীদের অশ্রু ধারায় অভিশপ্ত হওয়ার প্রসঙ্গও মুছে দেওয়ার আর্জি।

Arpita Mukherjee Live: অর্পিতার মেডিক্যাল পরীক্ষা শেষ

জোকা ইএসআই হাসপাতালে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার মেডিক্যাল পরীক্ষা শেষ। মেডিক্যালের পর অর্পিতাকে নিয়ে যাওয়া হচ্ছে ইডি-র বিশেষ আদালতে। গতকালের দুর্ঘটনার পর অর্পিতার কনভয়ে বাড়তি নিরাপত্তা। 

Arpita Mukherjee Live Update: অর্পিতার বাড়িতে উদ্ধার হওয়া টাকার স্তুপে বঙ্গবন্ধুর ছবি দেওয়া খাম?

অর্পিতার বাড়িতে উদ্ধার হওয়া টাকার স্তুপে মিলেছে বঙ্গবন্ধুর ছবি দেওয়া খাম। তদন্ত ঙওয়া প্রয়োজন। ভারতের অভন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, এটা অত্যন্ত বিপজ্জনক, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকনাত মজুমদারের

Partha Chatterjee Live: প্রাথমিক পরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিদ্ধান্ত

ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। প্রথমে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কিনা জানতে চান চিকিত্সকরা। পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত শারীরিক সমস্যার কথা বলেছেন, তার জন্য তিনি কোনও ওষুধ খান, কী ওষুধ খান, তা জানতে চাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেবে পার্থ চট্টোপাধ্যায়ের কী ধরনের টেস্ট করানো প্রয়োজন। 

Arpita Mukherjee Live Update: অর্পিতাকে ফের হেফাজতে নিতে চায় ইডি

আজ ফের অর্পিতাকে হেফাজতে নিতে চায় ইডি। খবর সূত্রের। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী।

Arpita Mukherjee Live: অর্পিতাকে জেরা করার সময়সীমা বেঁধে দিল আদালত

আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। 

Arpita Mukherjee Live: আজ ইডির আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

আজ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে। সিজিও কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে বার করা হয়েছে।

Partha Chatterjee Live: পার্থকে চিকিৎসকদের প্রশ্ন

শারীরিক সমস্যার জন্য কোনও ওষুধ খান? পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছে জানতে চান চিকিৎসকরা। 

Partha Chatterjee Live Update: পার্থর জন্য মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম

অ্যাম্বুল্যান্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এইমসে। প্রথমে জরুরি বিভাগে চিকিত্সা। কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

Partha Chatterjee Live: বুকে হাত দিয়ে কী বোঝালেন পার্থ চট্টোপাধ্যায়?

ভালো নেই। ভুবনেশ্বরে পৌঁছে বুকে হাত দিয়ে ইঙ্গিতে বোঝালেন পার্থ চট্টোপাধ্যায়। সকাল ৯টা ৫২ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছয় ভুবনেশ্বর বিমানবন্দরে। প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স ও কনভয়। বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমসে যেতে সময় লাগে মিনিট ৪৫।

Partha Chatterjee Live Update: ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ

ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর এসএসকেএমে ভর্তি এবং চিকিত্সার জন্য ভুবনেশ্বর এইমসে আনা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বাংলা থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা। 

Partha Chatterjee Live : ভুবনেশ্বর এইমসে পৌঁছলেন পার্থ

সপ্তাহের প্রথম দিন ভুবনেশ্বর এইমসে রোগীদের ভিড়। পশ্চিমবঙ্গ থেকে অনেকেই এসেছেন চিকিত্সার জন্য। পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে তাঁরা ভুবনেশ্বর এইমসের সামনে সকাল থেকে অপেক্ষায়। তাঁদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই।

Arpita Mukherjee Live : রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না অর্পিতাকে

আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। তাই আজ ফের অর্পিতাকে হেফাজতে নিতে চায় ইডি। খবর সূত্রের। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী।

Arpita Mukherjee Live : আজ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে

আজ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি

Partha Chatterjee Live : বিমানে পার্থর যাত্রাসঙ্গী কারা ?

বিমানে পার্থর যাত্রাসঙ্গী  ইডি-র অফিসার মিথিলেশকুমার মিশ্র, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্সক তুষারকান্তি পাত্র ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এয়ার অ্যাম্বুল্যান্সে ছিলেন ২ জন পাইলট ও ২ জন ক্রু।  

Partha Chatterjee Live : অ্যাম্বুল্যান্সে ওঠা সম্ভব হয়নি, পার্থকে রানওয়েতে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের বাসে করেই

পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কলকাতা বিমানবন্দরের ৫ নম্বর গেটে প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স। কিন্তু অ্যাম্বুল্যান্সে ওঠা সম্ভব হয়নি। তাই শেষপর্যন্ত বিমানবন্দরের বাসে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় রানওয়েতে। তার আগে সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মোতায়েন ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ ও র‍্যাফ। ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 

Partha Chatterjee Live : পার্থকে নিয়ে ভুবনেশ্বরে উড়ে গেল এয়ার অ্যাম্বুলেন্স

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সোমবার সকাল ৭ টা ৩২ মিনিটে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় অ্যাম্বুলেন্স। গ্রিন করিডর করে ২৫ মিনিটে রাজ্যের মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে। সেখানে অ্যাম্বুলেন্স বদলে তারপর তাঁকে নিয়ে গুয়াহাটি থেকে আসা চার্টার্ড বিমান তথা এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়। ভুবনেশ্বররের দিকে।

Partha Chatterjee : বিমানবন্দরে পৌঁছে গেলেন পার্থ, গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

বিমানবন্দরে পৌঁছে গেলেন পার্থ, গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে । হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থর। হাইকোর্টে ( High Court ) সওয়াল ইডির আইনজীবীর। সাধারণ মানুষ হিসেবে এসএসকেএমের চিকিৎসকদের ভূমিকায় খুশি নই, পর্যবেক্ষণ বিচারপতির।

Partha Chatterjee Live : SSKM থেকে বের করা হল পার্থকে , এয়ারপোর্ট থেকে তোলা হবে এয়ার অ্যাম্বুলেন্সে

আজ সকালেই এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমসে নিতে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করবেন। মেডিক্যাল টেস্টের রিপোর্ট জমা দিতে হবে আদালতে। ইডির করা মামলায় ৮ দফা নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। 

প্রেক্ষাপট

কলকাতা :  ভুবনেশ্বরের এইমসে হবে পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) শারীরিক পরীক্ষা।  এয়ার অ্যাম্বুল্যান্সে পার্থর সঙ্গে যাবেন আইনজীবী ও চিকিৎসক। ইডির (ED )চ্যালেঞ্জ মামলায় নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  ভুবনেশ্বর এইমসে চার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পরীক্ষার রিপোর্টের কপি ইডিকে পেশ করতে হবে নিম্ন আদালতে। বিকেলে ইডির বিশেষ আদালতে শুনানি।

হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থর। হাইকোর্টে ( High Court ) সওয়াল ইডির আইনজীবীর। সাধারণ মানুষ হিসেবে এসএসকেএমের চিকিৎসকদের ভূমিকায় খুশি নই, পর্যবেক্ষণ বিচারপতির। গ্রেফতারির পর তৃণমূলে স্বপদে বহাল পার্থ চট্টোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ হোক। ইডির তথ্য-প্রমাণকে আদালত মান্যতা দিলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। জানালেন কুণাল।

আরও পড়ুন : 


Partha Chatterjee: অর্পিতা মুখোপাধ্যায়ের পর মোনালিসা দাস, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে আরও পার্থ ঘনিষ্ঠের নাম!


ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্ট থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। আজ সন্ধে ৭টা ৫৭ নাগাদ দুর্ঘটনাটি ঘটে সল্টলেক স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে। একদম সামনের গাড়িতেই ছিলেন অর্পিতা ( Arpita Mukherjee ) । ছবিতে দেখা যাচ্ছে, ইডির কনভয় যাওয়ার সময় বাঁ দিকের সার্ভিস রোড থেকে আচমকা একটি গাড়ি কনভয়ের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইডির গাড়িটি সামনে চলে আসা গাড়িটিকে ধাক্কা মারে।


সূত্রের খবর, সেই সময় ইডির গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার ছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি। তবে কয়েক মিনিট আটকে যায় কনভয়। ইডির কনভয়ে এদিন ২-৩টি গাড়ি ছিল। বাকি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু নিরাপত্তা রক্ষীদের গাড়িকে আগে না রেখে, কেন অর্পিতা যে গাড়িতে ছিলেন, সেটিকে আগে রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্পিতার আইনজীবী চিঠি লিখেছেন ইডির তদন্তকারী অফিসারকে। অর্পিতার নিরাপত্তা আরও জোরদার করার আবেদন জানানো হয়েছে চিঠিতে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.