কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের তালিকায় বেড়েছে দাগির সংখ্যা। SSC-র প্রথম তালিকায় দাগি শিক্ষকের সংখ্যা ১৮০৪ থেকে বেড়ে হয়েছে ১৮০৬। SSC-র নতুন তালিকায় নাম উঠেছে তৃণমূল বিধায়কের কন্যার! কেন নাম বাদ গেল প্রথম দাগি তালিকায়? উঠছে প্রশ্ন। রাতে SSC-র নতুন তালিকায় আরও ২ দাগি শিক্ষকের নাম। SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে, বউমা থেকে কাউন্সিলর! তালিকায় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা খাতুন। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগি শিক্ষিকার নামও। 

SSC-র দাগিদের সিংহভাগই ফের পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন। দাগি ১৮০৪ জনের মধ্যে ১৪০০ জনই আবেদন করেছিলেন পরীক্ষায় বসার। অনেকেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ, দুই ক্ষেত্রেই আবেদন করেছিলেন। দাগি তালিকা প্রকাশ্যে আসতেই এবার পর্দাফাঁস। ১৪০০ জনের ২১৬০টি অ্যাডমিট কার্ড বাতিল করল SSC। নবম দশমে ১১৪০, একাদশ দ্বাদশে ১০২০ টি আবেদন জমা পড়ে। সব মিলিয়ে দাগি প্রার্থীদের মোট ২১৬০টি আবেদন জমা পড়ে। ২১৬০টি অ্যাডমিট কার্ড বাতিল করল SSC। 

দাগি তালিকায় রয়েছে উঃ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের নামও। ২০১৮-২০২৩ উঃ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন কবিতা বর্মন। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ কবিতা বর্মন। তালিকায় দাগি তালিকায় ১২৬৯ নম্বরে নাম নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। 

উল্লেখ্য, বৃহস্পতিবারই, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু ৭ দিন নয়, ২ দিনের মধ্য়েই, তালিকা প্রকাশ করল সকুল সার্ভিস কমিশন। এই প্রেক্ষিতে বিরোধীদের প্রশ্ন, কেন আগে এই তালিকা প্রকাশ করেনি SSC? কেন দাগিদের তালিকা প্রকাশ করতে এত দেরি করল স্কুল শিক্ষা কমিশন? কারা যোগ্য়? কারা অযোগ্য়? স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শুরু থেকে এটাই মূল প্রশ্ন হয়ে উঠেছেবারবার SSC-কে চাল-কাঁকর আলাদা করতে বলেছে আদালত। কিন্তু তা করেনি SSC.যার ফলে অযোগ্য়দের সঙ্গে যোগ্য়দের ভবিষ্য়ৎও অনিশ্চয়তার মুখে পড়েছে

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কারচুপি করা হলে তদন্তভার CBI’কে দেওয়ার হুঁশিয়ারিও দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। এরপর শনিবার রাত ৮ টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় 'দাগি' শিক্ষকের তালিকা প্রকাশ করে SSC।