সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দিনভর টালবাহানার পর শনিবার সন্ধে ও মধ্যরাতে দাগিদের ২টি তালিকা প্রকাশ করেছে এসএসসি। SSC-র প্রকাশ করা, চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় নাম বেরোলেও, তা ঘিরেও উঠছে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক। এবার SSC-র ‘দাগি’ শিক্ষকদের তালিকায় নাম রয়েছে সুন্দরবনের তৃণমূল নেত্রীর মেয়ের। তালিকায় ১০৬৯ নম্বরে নাম প্রিয়ঙ্কা মণ্ডলের, তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে।
হেমনগর থানা এলাকার দক্ষিণ যোগেশগঞ্জের ২৩৩ নম্বর বুথের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়ঙ্কা। তাঁর বাবা সূর্যকান্ত মণ্ডল হিঙ্গলগঞ্জের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। SSC ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশের পর থেকে খোঁজ মিলছে না প্রিয়ঙ্কা ও তাঁর পরিবারের লোকজনের।
তবে শুধু প্রিয়ঙ্কা নয়। SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে, বউমা থেকে কাউন্সিলর। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগম। দাগি তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম। ১২৬৯ নম্বরে নাম নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের। দাগি তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাজি । খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতির স্ত্রী। দাগি তালিকায় রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। দাগি তালিকায় বারাসাত ১ ব্লকের তৃণমূল নেতার ছেলে। দাগি তালিকায় উঃ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন। দাগি তালিকায় হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিক।
সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার ২ দিনের মাথায়, শনিবার, রাত ৮ টা নাগাদ প্রথমে একটি তালিকা প্রকাশ করে SSC। তাতে নাম ছিল ১ হাজার ৮০৪ জনের। সেই রাতেই দ্বিতীয়বার সেই তালিকা প্রকাশ করে কমিশন। দেখা যায়, আরও ২ দাগি শিক্ষক-শিক্ষিকার নাম যোগ হয়েছে।
এসএসসি-র প্রকাশিত তালিকায় উঠে এসেছে গুচ্ছ গুচ্ছ তৃণমূল নেতা ঘনিষ্ঠদের নামও। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে, যা নিয়ে শাসকদলকে বিঁধতে ছাড়েনি বিজেপি।
আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রয়েছে। সেখানেও দাগিদের প্রায় ৭৮ শতাংশই আবেদন করে বসেছিলেন! এমনকী তাদের অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে গেছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর, শনিবার সেসব অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে কমিশন।