কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শিক্ষামন্ত্রীর ডেডলাইন অনুযায়ী সোমবারই SSC-র তরফে  যোগ্য ও অযোগ্যর তালিকা প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। আর এদিনই SSC অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষকশিক্ষিকা অধিকার মঞ্চ। বেলা ১২ টায় করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হবে এই মিছিল। প্রশ্ন উঠছে, তাহলে কি সরকারের ওপর ভরসা করতে পারছেন না চাকরিহারারা? 

আজই তালিকা প্রকাশের আশ্বাস      

চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসার পরে তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  জানিয়েছিলেন, যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ করতে কোনও আপত্তি নেই SSC - র। ব্রাত্য বসু বলেন, ' ওঁরা দাবি করছেন, সেই তালিকা এসএসসি যেন তাঁদের ওয়েবসাইটে তুলে দেয়। আমাদের তাতেও আপত্তি নেই। কোনও অসুবিধা নেই। '

এস এস সি কী বলছে                           

প্রশ্ন উঠছে, যোগ্য-অযোগ্য আলাদা করা গেলে, SSC সেই কাজ আগে করেনি কেন? এই প্রেক্ষাপটে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।  শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা , 'আমি এসএসসি-কে জিজ্ঞাসা করেছি। এসএসসি-র চেয়ারম্যানও এখানে আছেন। এসএসসির-ও কোনও অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা, যোগ্য-অযোগ্য যেটা তাদের হাতে আছে, তাঁরা তুলে দিতে পারেন। সেখানে কোনও সমস্যা নেই, যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই।'  

''সাজানো ন্যারেটিভে' পা দেবেন না''                        

প্রশ্ন উঠেছে, যোগ্য-অযোগ্যদের আলাদা করা গেলে, SSC সেই কাজ আগে করেনি কেন? এত সময় লাগল কেন? অবশ্য দেরি হয়েছে বলে মনে করছেন না ব্রাত্য বসু। তিনি বলছেন, ' কোথায়! কোনও সময় লাগেনি! লিস্ট তো দিয়েছে।' তাঁর দাবি,  সবটাই বিরোধী দলের একটা তৈরি করা ন্য়ারেটিভ। তিনি আর্জি জানান, বিরোধীদের 'সাজানো ন্যারেটিভে' পা দেবেন না।  

সুপ্রিম কোর্টের ৩ এপ্রিলের রায়ের পর খোদ SSC চেয়ারম্যানই স্বীকার করে নিয়েছিলেন, তাঁদের দেওয়া তালিকা সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেনি। ২১ এপ্রিল SSC কি শেষ অবধি তালিকা প্রকাশ করবে? তাতে কি কিছু সুরাহা হবে? নজর সেদিকেই। এছাড়া আরও একটা প্রশ্ন উঠছে চাকরি হারাদের মনে, এতগুলো ভবিষ্য়ৎ অনিশ্চিত হয়ে গেল যাঁদের জন্য, সেই দোষীদের সাজা হবে না? উত্তর দেবে সময়।