Fire in SSKM Hospital:এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিংয়ের ল্যাবে আগুন
Get the latest Updates On SSKM Fire: এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিংয়ের ল্যাবে আগুন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেওয়া হয় পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎসংযোগ। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের কাজ। রাত সাড়ে এগারোটা নাগাদ চালু করা হয় বিদ্যুত্সংযোগ। শুরু হয় জরুরি বিভাগের কাজ।
পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।
পরিস্থিতি পরিদর্শনে এলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।
এমার্জেন্সি বিভাগ পুরোপুরি বন্ধ করে সরানো হল রোগীদের
নিউ ক্যাজুয়ালটি ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে সরানো হল রোগীদের
রাত ১০টা নাগাদ বিকট আওয়াজ, আগুন-আতঙ্ক
পরিস্থিতি দেখতে পৌঁছলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস
প্রায় ১ ঘণ্টা, এসএসকেএমে এখনও নিয়ন্ত্রণের বাইরে আগুন। নিউ ক্যাজুয়ালটি ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে সরানো হল রোগীদের
করিডরেই আগুন আটকানোর চেষ্টায় দমকল বাহিনী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টায় দমকল।
রাত ১০টা এমার্জেন্সির বিল্ডিংয়ের দোতলায় ল্যাবে আগুন, এমার্জেন্সির করিডর পেরোলেই একাধিক ওয়ার্ড।
এসএসকেএমের এমার্জেন্সির সিটি স্ক্যান বিভাগে আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন
প্রেক্ষাপট
এসএসকেএমের (SSKM) এমার্জেন্সি (Emergency) সিটি স্ক্যান (CT Scan) বিভাগে আগুন (fire)।
এসএসকেএমে আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন (tender)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -