Fire in SSKM Hospital:এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিংয়ের ল্যাবে আগুন

Get the latest Updates On SSKM Fire: এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিংয়ের ল্যাবে আগুন

ABP Ananda Last Updated: 18 Nov 2022 12:53 AM

প্রেক্ষাপট

এসএসকেএমের (SSKM) এমার্জেন্সি (Emergency) সিটি স্ক্যান (CT Scan) বিভাগে আগুন (fire)।এসএসকেএমে আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন (tender)।...More

Fire in SSKM LIVE:পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেওয়া হয় পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎসংযোগ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেওয়া হয় পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎসংযোগ। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের কাজ। রাত সাড়ে এগারোটা নাগাদ চালু করা হয় বিদ্যুত্সংযোগ। শুরু হয় জরুরি বিভাগের কাজ।