কলকাতা: শুধুমাত্র জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক নিয়োগ করবেন প্রিসাইডিং অফিসারকে। জেলাশাসক হবেন পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পৌরসংস্থার কর্মচারীদের নিয়েই ভোটগ্রহণের দল গঠন। প্রার্থী বা নির্বাচনে অংশগ্রহণকারী কাউকে ভোটদানকারী দলের সদস্য হিসাবে নিয়োগ নয়। যে ব্লক এলাকায় নির্বাচন, সেই অঞ্চলের আবাসিক ঠিকানার ভোটদানকারী দলের সদস্য রাখা যাবে না। পঞ্চায়েত নির্বাচন পরিচালনা নিয়ে কড়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের।
এর আগেও একাধিক নির্দেশিকার কথা জানায় রাজ্য নির্বাচন কমিশন। জানানো হয়েছিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেউ কোনও প্রার্থীর সঙ্গে কাজ করলে তাঁরা পোলিং পার্টি হতে পারবেন না। এমনকি পোলিং পার্টির সদস্যরা যে ব্লকের বাসিন্দা হবেন বা যে ব্লকের কর্মরত হবেন সংশ্লিষ্ট ব্লকে নির্বাচন করতে পারবেন না। এমনটাই নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের। পোলিং পার্টি গঠন করা হবে রাজ্য বা কেন্দ্র সরকারি কর্মচারী, রাজ্য বা কেন্দ্রের অধীনে থাকা দফতরের কর্মী, পুরসভা, সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত কলেজ, বিশ্ববিদ্যালয় ,উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা প্রাইমারি স্কুলের শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের নিয়ে।