কলকাতা: ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। কতটা তৈরি হাসপাতাল? ১০ ও ১১ এপ্রিল বাংলা সহ একাধিক রাজ্যে মকড্রিল (Covid19 Mock Drill) । নীতি আয়োগের বৈঠকে সিদ্ধান্ত গতকাল নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে।
চোখ রাঙাচ্ছে করোনা: দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়েছে। গতকালের হিসেব অনুযায়ী, দেশে এক সপ্তাহে সংক্রমণের হার ১.৩৯ শতাংশ। যার মধ্য হিমাচল প্রদেশের সাপ্তাহিক পজিটিভিটি রেট সবথেকে বেশি। ৭.৪৮ শতাংশ সংক্রমণের হার হিমাচলে। এর পরেই রয়েছে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের নাম। গতকাল, সোমবারের বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, RT-PCR পরীক্ষা বাড়াতে হবে। করোনা পজিটিভ হলে তা জিনোম সিকোয়েন্সিং করতে হবে। স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, ২৪ মার্চের হিসেব অনুযায়ী দেশের ২৪টি জেলায় ১০ শতাংশ সাপ্তাহিক সংক্রমণের হার। ৪৩ জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার রয়েছে ৫ থেকে ১০ শতাংশের মধ্যে।
নতুন ভ্যারিয়েন্টের দাপট: দেশের বিভিন্ন রাজ্যে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রত্যেক বার যে ঢেউ গুলি আছড়ে পড়ে, তার পিছনে থাকে কোনও নতুন ভ্যারিয়েন্টের দাপট। এবার বিশেষজ্ঞরা মনে করছেন, XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী। INSACOG তথ্য অনুসারে, সারা দেশে কোভিড-১৯ (covid 19) এর XBB.1.16 ভ্যারিয়েন্টের মোট ৬১০ টি কেস রিপোর্ট করা হয়েছে। এই ভ্যারিয়েন্টের প্রকোপ দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাওয়া গিয়েছে। INSACOG-এর তথ্য অনুসারে, মহারাষ্ট্র এবং গুজরাতে করোনার এই রূপের সর্বাধিক সংখ্যক নমুনা পাওয়া গেছে। ১৬৪ টি নমুনার মধ্যে ১৬৪ টিই XBB.1.16 ভ্যারিয়েন্টের। এর পরে, তেলেঙ্গানায় ৯৩ টি এবং কর্ণাটকে ৮৬ টি এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। XBB 1.16 ভ্যারিয়েন্টের হদিশ প্রথম মেলে জানুয়ারিতে। সম্প্রতি, দেশে কোভিড ১৯ এর ফের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টের জন্যই করোনা আবার দ্রুত বাড়ছে।
আরও পড়ুন: WB Corona: শহরে ফের করোনা আক্রান্তের মৃত্যু, দুই হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতের পরিবারের