দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, কলকাতা: আরটিআই (RTI)-তে সামনে এসেছে কৃষক আত্মহত্যার পরিসংখ্যান। তা নিয়ে শুরু হয়েছে তুমুল তরজা। যা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সুর চড়িয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।


রাজ্যে কৃষক-আত্মহত্যার পরিসংখ্যান:
পশ্চিমবঙ্গে কৃষক-আত্মহত্যার সংখ্যা আসলে ঠিক কত? রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শূন্য। উল্টোদিকে, আরটিআই-এর তথ্য বলছে, কেবলমাত্র একটা জেলাতেই এই সংখ্যাটা ১২২। দুই পরিসংখ্যানে, আকাশ-পাতাল ফারাক সামনে এসেছে। তার উপর শুরু হয়েছে বিতর্ক। তা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। রাজ্যের পাঠানো তথ্যের ভিত্তিতেই পরিসংখ্যান তৈরি করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি (NCRB)। 


২৯ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ, এনসিআরবি (NCRB) অপরাধ তথ্য সামনে এসেছে। সেখানে অন্য অপরাধের পাশাপাশি প্রকাশ করেছে কৃষক আত্মহত্যার পরিসংখ্যানও। সেখানে পশ্চিমবঙ্গের নামের পাশে কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে আত্মহত্যা দেখানো হয়েছে শূন্য। অন্যদিকে তথ্য জানার অধিকার আইনের আওতায়, এক সমাজকর্মীর প্রশ্ন করেছিলেন। সেটির উত্তরে সম্প্রতি জানানো হয়েছে, ২০২১ সালে পশ্চিম মেদিনীপুর জেলাতেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ১২২ জন আত্মহত্যা করেছেন। এই তথ্যকে হাতিয়ার করেছে বিজেপি। টুইটে রাজ্য সরকারকে নিশানা করেছেন এরাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য।


অমিতের টুইট?
অমিত দাবি করেছেন, 'এনসিআরবি'র সাম্প্রতিক রিপোর্টে, রাজ্য সরকারের দেওয়া তথ্য বলছে, একজন কৃষকও আত্মহত্যা করেননি। কিন্তু, আরটিআই-তে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে কৃষক আত্মহত্যার সংখ্যা ১২২। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা দেওয়া উচিত। তাঁর সরকার শুধু চোরেদের নয়, দুষ্কৃতীদের।'


একই বিষয় নিয়ে আক্রমণ শানিয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'এই ঘটনা অত্যন্ত লজ্জার। এরা কৃষি আইন নিয়ে কথা বলেছেন। কৃষকদের সর্বনাশ করেছেন।' বিজেপির কৃষক মোর্ছে আগামীদিনে আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন তিনি।  


মন্ত্রীর দাবি:
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের রাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি। যিনি এই খবর পাঠিয়েছিলেন, হয় তিনি প্রভাবিত হয়ে এই খবর পাঠিয়েছেন অথবা তিনি বোঝেননি বিষয়টি।'


কৃষক আত্মহত্যা নিয়ে অতীতেও বারবার বাগযুদ্ধে জড়িয়েছে শাসক-বিরোধী। এবার তাতে নতুন মাত্রা যোগ করল আরটিআই-এর পরিসংখ্যান। 


আরও পড়ুন: ‘দাদা, মানিক ভট্টাচার্য যা তা ভাবে টাকা তুলছে’ অভিযোগ ছিল পার্থর কাছে ! কী করেছিলেন তখন?