আবির দত্ত, কলকাতা:  চলতি মাসেই বিহার বা দিল্লিতে (Delhi) দেখা করার পরিকল্পনা ছিল মধ্যপ্রদেশ থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি (Terrorist) আবদুল রকিব কুরেশি ও সন্দেহভাজন IS জঙ্গি মহম্মদ সাদ্দামের। জেরায় কলকাতা পুলিশের STF-এর হাতে এল নতুন তথ্য। STF সূত্রে খবর, নিষিদ্ধ সংগঠন SIMI-র প্রাক্তন সদস্য আবদুল রকিব কুরেশি ২০১৯-এ জেল থেকে ছাড়া পায়। তার বিরুদ্ধে ২০০৯-এ খুনের চেষ্টা ও ২০১৪-য় আদালত চত্বরে তালিবানের হয়ে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।


STF সূত্রে খবর, জেল থেকে ছাড়া পাওয়ার পর, সোশাল মিডিয়ার মাধ্যমে সন্দেহভাজন IS জঙ্গি সাদ্দামের সঙ্গে আবদুল রকিবের পরিচয় হয় । সন্দেহ এড়াতে বাংলা ও মধ্যপ্রদেশের বাইরে কোনও তৃতীয় স্থানে দু’ জনে দেখা করার পরিকল্পনা করে। সেখানে বসেই সংগঠন বাড়ানো এবং কোথায় নাশকতা চালানো হবে, তা স্থির করা হবে বলে সিদ্ধান্ত নেয় ।


এর আগে ২ বার গ্রেফতার হয় সন্দেহভাজন জঙ্গি আব্দুল রকিব কুরেশি। জেরায় কলকাতা পুলিশের STF-এর হাতে উঠে এল নতুন তথ্য।  গোয়েন্দাদের দাবি, চলতি মাসেই বিহার বা দিল্লিতে দেখা করার পরিকল্পনা ছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি আবদুল রকিব কুরেশি। সেখানে বসেই সংগঠন বাড়ানো এবং কোথায় নাশকতা চালানো হবে, তা স্থির করা হবে বলে সিদ্ধান্ত নেয় ।


দিল্লি বা বিহারে বসে নাশকতার ব্লু প্রিন্ট তৈরির ছক ছিল আব্দুল রকিব কুরেশি ও মহম্মদ সাদ্দামের! এসটিএফের হাতে ধৃত ৩ সন্দেহভাজন IS জঙ্গিকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে দাবি, এর আগে দুবার গ্রেফতার হয় সন্দেহভাজন জঙ্গি আব্দুল রকিব কুরেশি। ২০০৯ সালে খুনের চেষ্টা ও ২০১৪ সালে আদালত চত্বরে তালিবানের হয়ে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে নিষিদ্ধ সংগঠন SIMI-র প্রাক্তন সদস্য কুরেশির বিরুদ্ধে। 


২০১৯সালে কুরেশি জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর, সোশাল মিডিয়ায় সক্রিয় হয় সে। সোশাল মিডিয়ার মাধ্যমে সন্দেহভাজন IS জঙ্গি সাদ্দামের সঙ্গে পরিচয় হয়।  চলতি মাসেই বিহার বা দিল্লিতে দেখা করার পরিকল্পনা ছিল কুরেশি এবং সাদ্দামের। ধৃতদের জেরা করে এসটিএফের গোয়েন্দারা জানার চেষ্টা করছেন, IS-এর হয়ে ধৃতদের হ্যান্ডলার কে ছিল? টাকার জোগান কোথা থেকে আসত? জঙ্গিদের জাল আর কোথায় কোথায় ছড়িয়েছে?