রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগণা: ৫ লক্ষ টাকার চোরাই মাল (stolen property) মজুত রাখার অভিযোগে এক মহিলা-সহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার (arrest) করল সোনারপুর (sonarpur) থানার পুলিশ (police)। একাধিক চুরির অভিযোগের তদন্তে নেমে এই গ্রেফতারি, উদ্ধার হয়েছে চোরাই মালও। 


কী হয়েছে?
সোনারপুরের চৌহাটি এলাকায় স্কুলের টিউবওয়েল চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছিল পুলিশের কাছে। শুধু তাই নয়। একাধিক বাড়ি ও নানা দোকানেও একের পর এক চুরির ঘটনার অভিযোগ জমা পড়ে। সবটা মাথায় রেখে তদন্ত শুরু করে পুলিশ। তার পরই উদ্ধার ওই সব জিনিস পত্র। সূত্রের খবর, বিজয় নস্কর নামে এক ব্যক্তিকে প্রথমে চৌহাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করে ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েই বিপুল চোরাই মাল উদ্ধার হয়। গ্রেফতার করা হয় পাপিয়া মান্না এবং সমর দে নামে আরও দুজনকে। আজ তিন জনকেই আদালতে পেশ করা হবে। 


কী কী উদ্ধার?
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা চোরাই মালের তালিকায় রয়েছে ১১ হাজার ভোল্টের হাইটেনশন তার, ছোট-বড় মিলিয়ে লোহা কাটার ৫টি মেশিন, ৫০ কেজি নতুন স্যানিটারি ফিটিং, মন্দিরের জিনিসপত্র, কম্পিউটার, ইউপিএস ক্যামেরা, স্কুলের টিউবওয়েল, ২৫ কেজি ওজনের লোহার নেট, মোটর ইত্যাদি। সব মিলিয়ে মোট ৫ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, চুরির ঘটনার অভিযোগে আগেও শিরোনামে এসেছে সোনারপুর। বিশেষত, গত এপ্রিলের একটি ঘটনায় আলোড়ন পড়ে যায়। সে বার সোনারপুর থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে একটি মোবাইল ফোনের দোকানে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে হইচই শুরু হয়। সিসিটিভি ক্যামেরায় গোটা চুরির পর্বটি ধরাও পড়েছিল। নগদ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ১৮ লক্ষ টাকার জিনিস চুরি যায় বলে খবর। সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানায় দোকানের মালিক।
এবার অবশ্য কোনও একটি নয়, একাধিক ঘটনায় চোরাই মাল উদ্ধারের অভিযোগ।


আরও পড়ুন:সোনাগাছিতে যৌনকর্মীকে নৃশংসভাবে খুন ! কী মোটিভ ? কীভাবে জালে অভিযুক্ত ?