অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দুর্নীতির (Corruption) সঙ্গে জড়িত থাকলে কড়া ব্যবস্থা। পঞ্চায়েতের (Panchayat) দুর্নীতি প্রসঙ্গে জেলাশাসকদের পাঠানো নবান্নের (Nabanna) কড়া নির্দেশ ঘিরেও এবার শুরু হল রাজনৈতিক তরজা। ভয় পেয়েই এমন নির্দেশ, কটাক্ষ করে বলছে বিরোধীরা। পাল্টা তৃণমূলের দাবি, দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। যা নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। তারমধ্যে নতুন মাত্রা যোগ করেছে, পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে সম্প্রতি জেলাশাসকদের পাঠানো নবান্নের নির্দেশিকা। যাতে বলা হয়েছে, পঞ্চায়েতে দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত করতে হবে। পাশাপাশি দোষীদের থেকে দুর্নীতির টাকা উদ্ধার করতে হবে।
আর মুখ্যমন্ত্রীর পাঠানো এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক লড়াই। দুর্নীতি-তদন্ত নিয়ে নবান্নের পঞ্চায়েত-নির্দেশিকা। আক্রমণ বিরোধীদের। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এতদিন তো এই দুর্নীতি নিয়ে বলতে গেলে কেস দিয়েছে। এখন ভয় পেয়ে এসব বলছে। ভয় পেয়ে নাটক করছে।"
আরও পড়ুন, মুখ-হাতে ফোসকা? ছোঁয়াচে এই রোগটিকে অবহেলা করলেই বিপদ!
সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের বকেয়া না দেওয়ার অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। পাল্টা, পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়ায় বিজেপিও। এই অবস্থায়, জেলায় জেলায় ঘুরে বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা।
সূত্রের খবর, এরপর বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে, রাজ্য সরকারকে কড়া অ্যাডভাইসরি পাঠায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। নবান্ন সূত্রের খবর, এরপরই জেলাশাসকদের কড়া নির্দেশিকা পাঠানো হয়। এই প্রেক্ষাপটে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিয়েছে তৃণমূল।
কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন বলেন, "এটা মমতা করতে পারেন, আর কারও করা সম্ভব নয়। জিরো টলারেন্স দু কোরাপশন বলেছেন। তিনিই এটা পারেন। উত্তরপ্রদেশে মন্ত্রী গাড়ি চাপা দিয়ে মারার পর, সপদে বহাল থাকে।" নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার মামলা, তৃণমূলের দুই হেভিওয়েটকে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। আগামী দিনে পঞ্চায়েতেও কি দুর্নীতি সামনে আসবে? উত্তর দেবে সময়।