হাংঝাউ : যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দুরন্ত শতরান। রিঙ্কু সিংহের দাপুটে ব্যাটিংয়ের পর আবেশ খান ও রবি বিষ্ণোইদের দুরন্ত বোলিং। সবমিলিয়ে এশিয়ান গেমসে নেপালকে ২৩ রানে হারিয়ে অভিযান শুরু করল ভারত। যে ম্যাচে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। পারফরম্যান্সের সুবাদেই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে ভারত। 


টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। রুতুরাজ (২৫), তিলক বর্মা (২) ও জিতেশ শর্মা (৫) ব্যাট হাতে ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে ভারতের স্কোর টানতে শুরু করেন ওপেনার যশস্বী। যে পথে শিবম দুবের যোগ্য সাহায্য পান তিনি। ২০ ওভারের ম্যাচে ৪৯ বলে ৮ টি চার ও ৭ টি ছয় হাঁকিয়ে ১০০ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী। নেপালের বিরুদ্ধে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে শতরান হাঁকান যশস্বী। তিনি ফেরার পর রিঙ্কু সিংহের (Rinku Singh) ১৫ বলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৩৭ রানের ইনিংসে ভর করে ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। নির্ধারিত ২০ ওভারের শেষে ৪ উইকেটে ২০২ রান খাড়া করে ভারত।


বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বিসিসিআই (BCCI)। যে প্রভাব দেখা গেল ভারতীয় বোলিংয়ের ক্ষেত্রেও। বিশেষ করে ব্যাট হাতে অপরাজিত ২৫ রান করলেও বোলিংয়ের সময় অনেক রান গলিয়ে ফেলেন তিনি। যদিও পেসার আবেশ খান ও স্পিনার রবি বিষ্ণোইয়ের বোলিং দাপটে নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেটে ১৭৯ রানে থেমে যায় নেপালের ইনিংস। আবেশ ও রবি দু'জনেই ৩ টি করে উইকেট নিয়েছেন। নেপালের ২ ব্যাটারকে সাজঘরে ফেরান অর্শদীপ সিংহ। আর অপর একটি উইকেট গিয়েছে সাই কিশোরের দখলে।                 






আরও পড়ুন- ১৩ সোনা সহ মোট ৬০ পদক, এশিয়ান গেমসের পদক তালিকায় কোথায় ভারত ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial