সুদীপ চক্রবর্তী, চোপড়া (উত্তর দিনাজপুর): একাদশ শ্রেণিতে ভর্তির দাবি তুলে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়। টায়ার জ্বালিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জাতীয় সড়ক অবরোধ করে দেওয়ার ফলে স্বভাবতই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অবরোধের খবর পেয়ে জাতীয় সড়কে এসে হাজির হন মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার তিওয়ারি। তিনিই আন্দোলনরত পড়ুয়া ও অবিভাবকদের কাছে প্রশাসনিক পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে পথ অবরোধ প্রত্যাহারেরও অনুরোধ করেন তিনি।  অবশেষে ছাত্রছাত্রী ও অবিভাবকরা তাঁর কথায় সাড়া দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।


২০২১ সালে সোনাপুর মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়ে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী মাধ্যমিক পাস করেন। এর মধ্যে মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে প্রায় চারশো জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হয়েছে। কিন্তু বাকিদের এখনও ভর্তি নিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের তরফ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলরের কাছে আসন বৃদ্ধির আবেদন জানানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষকের। কিন্তু এখনও কোনও তরফ থেকেই সেই আবেদনের কোনও উত্তর আসেনি। এমনটাই জানাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার তিওয়ারি। অন্যদিকে বিদ্যালয়ে ভর্তির জন্য পড়ুয়ারা একাধিক দিন ধরে স্কুলে এসেও ফিরে যাচ্ছেন। ভর্তি হতে না পেরে হতাশ হয়ে পড়ছেন সকলেই। ফলে বাধ্য হয়েই আজ জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ করেন ছাত্রছাত্রীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক ধ্রুব কুমার তিওয়ারি জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে বিদ্যালয় ছেড়ে রাস্তায় চলে আসেন। তিনিই আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে আগামী দুই থেকে তিন দিন, আরও ধৈর্য্য ধরার আবেদন করেন। প্রধান শিক্ষকের আবেদনে সাড়া দিয়ে অবরোধ তোলেন ছাত্রছাত্রীরা।