সৌভিক মজুমদার, কলকাতা: প্রাথমিকে নিয়োগে (Recruitment Scam) 'দুর্নীতি', মুখবন্ধ খামে সিবিআইয়ের (CBI) রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল CBI।
কীভাবে দুর্নীতি?
এদিন সিবিআই আদালতে জানায়, '২০২২ পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। তারপরেই বাকি বেশ কিছু বিষয় এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়। এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই আড়ালে চলছিল দুর্নীতি। বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে। কার ওএমআর, সেটা যাতে কেউ বলতে না পারে, সেভাবেই দুর্নীতির পরিকল্পনা।'
নথি নষ্টের অভিযোগ:
বেআইনিভাবে নিয়োগ সংক্রান্ত নথি নষ্টের অভিযোগ করেছে CBI। সিবিআইয়ের তরফে অভিযোগ, "তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি হয়েছে। মুর্শিদাবাদে জাফিকুল ইসলামের বাড়িতেও তল্লাশি হয়েছে। অয়ন শীলের সংস্থার মাধ্যমে ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯জন নিয়োগ হয়েছে। পাশাপাশি, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত নিয়ে রিপোর্ট দিল ইডি-ও। লিপস অ্যান্ড বাউন্ডসের সাড়ে ৭ কোটির ৮টি সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু বলে জানিয়েছে ইডি। আগামীকাল ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালের চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধার বিপুল পরিমাণ নথি: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় তল্লাশিতে গত সপ্তাহেই বিপুল পরিমাণ নথি উদ্ধার করে ইডি। সূত্রের খবর, প্রায় ৩ হাজার পাতার নথি উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি। যার মধ্য ছিল আর্থিক লেনদেন সংক্রান্ত নথি। পাওয়া গিয়েছিল কিছু নগদ টাকা ও জমির দলিলও। ১০ জায়গার তল্লাশি চালিয়ে উদ্ধার মোবাইল, ল্য়াপটপ, হার্ড ডিস্ক। আর এতেই প্রশ্ন ওঠে মিলবে নতুন সূত্র? গত সপ্তাহে কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙাসহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রে দাবি, সেখান থেকেই ১৪ টি মোবাইল, ৪ টি ল্যাপটপ, বেশ কয়েকটি হার্ডডিস্ক, এবং ৩ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম তৈরি করেছিল ইডি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suvendu Adhikari: 'নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ' দাবি বিরোধী দলনেতার