কলকাতা : ৩৫ বছর পর এসইউসিআই-এর ব্রিগেড সমাবেশ হল শনিবার। সমাবেশে মূল বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। তিনি তাঁর বক্তব্যে আগাগোড়া সিপিএমকে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ করলেন।  ব্রিগেডে রাশি রাশি মাথাকে সামনে দেখে তিনি বললেন, 'আমাদের শক্তির মাত্র একটা অংশই আসতে পেরেছে ব্রিগেডে' । 



' অন্যায়ের সামনে নত হয়নি এসইউসিআই'


১৩০ ফুট লম্বা, ৩০ ফুট চওড়া মঞ্চের সামনে থিকথিক করছিল সমর্থকদের মাথা ।  প্রভাস ঘোষ এদিন বলেন, 'অনেক বাম দল বক্রোক্তি করেছে। কখনও কোনও অন্যায়ের সামনে নত হয়নি এসইউসিআই। 'অনেকে বলেছিল এসইউসিআই কোনও দলই নয়। এই সমাবেশ সে সবের জবাব' 

সাড়ে তিন দশক পর ব্রিগেডে সভা করল SUCI । ৫ অগাস্টের এই সমাবেশ ঘিরে জেলায় জেলায় বহুদিন ধরে প্রচার চালিয়ে ছিল এই দল। প্রত্যাশা মতোই বিভিন্ন জায়গা থেকে আসলেন দলে সমর্থকরা। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তিতে শনিবার ব্রিগেডে সমাবেশ হল। 

ব্রিগেডের মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আজ আরএসপি, ফরওয়ার্ড ব্লক ক্রমেই দুর্বল হচ্ছে, তাদের নেতারা জানেন। পশ্চিমবঙ্গে সিপিএম ৩৪ বছর সরকার চালিয়েছে। আজ তারা কংগ্রেসের হাত ধরেছে, একটা পীরকে ধর্মনিরপেক্ষ সাজিয়ে তাঁর হাত ধরেছে' । 

INDIA য় সিপিএমের যোগ নিয়ে কটাক্ষ


এর তিনি সরাসরি বিজেপি বিরোধী জোট INDIA য় সিপিএমের যোগ নিয়ে কটাক্ষ করেন। প্রভাস ঘোষ বলেন, 'এমন একটা জোটে সিপিএম গিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস আছে...এসইউসিআই আজও নিজের পায়ে দাঁড়িয়ে আছে'। 


২৫টি রাজ্য থেকে যোগ দেন নেতা-কর্মীরা


শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে SUCI (C) র সমর্থকরা ভিড় করেন ব্রিগেডে। হাওড়া স্টেশন থেকে একটি বড় মিছিল এগিয়ে আসে,  শিয়ালদা থেকে আসে আরও এক পদযাত্রা, সেন্ট্রাল অ্যাভিনিউ ও আলিপুরের উত্তীর্ণ থেকে একে একে মিছিল গুলি পৌঁছায় ব্রিগেডে। গত বছরের ৫ অগাস্ট দিল্লিতে শুরু হয়েছিল দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান। শনিবার ব্রিগেডে হল তার সমাপ্তি অনুষ্ঠান। ব্রিগেড সমাবেশে ২৫টি রাজ্য থেকে যোগ দেন নেতা ও কর্মীরা।                  
 


আরও পড়ুন :


শেষ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স, কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন