কলকাতা: লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম। পাল্লা দিয়ে দাম বাড়ছে জিনিপত্রের। মূল্যবৃদ্ধি নিয়ে খোঁজ নিতেই বৃহস্পতিবার নবান্নে মিটিং করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ কর্তা এবং ব্যবসায়ীদের প্রতিনিধিরা।
বাড়বে সুফল বাংলা
মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে একাধিক ভাবনা মুখ্যমন্ত্রীর (Chief Minister)। ন্যায্যমূল্য খাদ্যদ্রব্য বাসিন্দাদের কাছে পৌঁছতে আগেই রাজ্য সরকার চালু করেছিল সুফল বাংলা প্রকল্প। যার মাধ্যমে চাষিদের কাছ সরাসরি খাদ্যদ্রব্য কিনে ন্যায্যমূল্য নাগরিকদের কাছে বেচে রাজ্য সরকার। বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দিতে সুফল বাংলার স্টল আরও বাড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৩২ থেকে বাড়িয়ে ৫০০টি সুফল বাংলা স্টল তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 'রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারের সুফল বাংলা স্টল চালু আছে। বাজার দরের থেকে কম দামে বিক্রি হচ্ছে সুফল বাংলায়। রাজ্যে ৩৩২টি সুফল বাংলা স্টল বাংলাজুড়ে। ৩৩২টি থেকে বাড়িয়ে ৫০০ সুফল বাংলার স্টল তৈরির প্রস্তাব। প্রয়োজনে সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়াতে হবে।' প্রত্যেক বাজারে দাঁড়াবে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি, নবান্নে বললেন মমতা।
ফলে নজর
এখন রমজান (Ramadan) মাস চলছে, সেদিকে তাকিয়ে ফলের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিলেন তিনি। সুফল বাংলার স্টলে তরমুজ, পেপে, খেজুরের দাম কমানোর প্রস্তাব তাঁর। কলা, পেয়ারার মতো ফলের দাম লাগামে রাখারও প্রস্তাব। তিনি আরও বলেন, 'জিনিসের দাম এত বেড়েছে, যেন রান্নাঘরে আগুন জ্বলছে, হাতের থেকে সবকিছু যেন বেরিয়ে যাচ্ছে। রোগের কারণে আলুর উৎপাদন ২৫ শতাংশ কমতে পারে। দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে'।
চাল, ডালের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়েও আলোচনা হয় এদিন।
মাছ-মাংসেও নজর
পেট্রোপণ্য়ের দামবৃদ্ধির কারণে বাড়ছে মাছের দামও। রাজ্যের সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে সুলভ মূল্যে মাছ বেচার কথা বলেছেন তিনি। মাংসের দামেও লাগাম রাখার নির্দেশ দিয়েছেন।
এদিন বাংলার ডেয়ারি নিয়েও খোঁজ নেন তিনি। বাজারে চালু মূল্যের চেয়ে তুলনায় কম দামে বাংলার ডেয়ারির দুধ ও দুগ্ধজাত সামগ্রী বিক্রি করা হয়। বেশি সংখ্যক মানুষ যাতে সেই সুবিধা পান, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।