তুহিন অধিকারী, বাঁকুড়া: লোকসভা ভোটে হারের পর, তখনই নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।  মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরাজিত প্রার্থী সুজাতা মণ্ডল। আবারও বিস্ফোরক সুজাতা। নির্বাচনে হারের কয়েকমাস গড়িয়ে গেলেও তাঁর মনের ঘা দগদগে। তা বোঝা গেল বিজয়া সম্মিলনীর বক্তব্য থেকেই। 


বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। সেই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগত লোকসভা নির্বাচনের বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লোকসভা ভোটের ফল নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। তাঁর দাবি, দলেরই 'কিছু ধান্দাবাজ জালিয়াতের' জন্য তিনি হেরেছেন। 


মঞ্চ থেকে সুজাতা দলেরই নেতৃত্বে একাংশের উদ্দেশ্যে বলেন, 'এখানে অনেক মানুষের চরিত্র এমন হয়েছে, প্রার্থী যেই হোক, যদি তাঁর পছন্দের না হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা মনে আসে না। জোড়া ফুলটা মনে আসে না। তখন বিজেপি প্রার্থীর সঙ্গে রাতের অন্ধকারে বসে তারা কিন্তু সেটিংয়ের খেলা খেলে।'  সুজাতা বলেন 'আমি দলের কাছে ক্ষমা চাইছি এই গদ্দারদের আমি অতিরিক্ত সম্মান দিয়েছিলাম > এই গদ্দারদের আমি চিনেও ভেবেছিলাম মানুষের চরিত্র হয়তো সময়ের সঙ্গে বদলে যায় ... আমাদের দলের কিছু ধান্দাবাজ জালিয়াত যারা পদে আছে এবং একাধিক পদ ভোগ করছে বংশপরম্পরায়, বছরের পর বছর, তারা দলকে দেখে না । তারা দলকে হারানোর চেষ্টা করে।' 


এখানেই থামেননি তিনি। বলেন, ' গদ্দাররা সারা বছর দলের পদ ভোগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করবে।  অথচ ভোটের সময় এসে বিজেপি প্রার্থীর সঙ্গে বসে সেটিং করবে।  সেই সব গদ্দার বেইমানদেরকেই বলা হয়েছে... বিজেপির প্রার্থীর কাছে কয়েক লাখ টাকার জন্য দলকে হারিয়েছে। '


লোকসভা ভোটের ফল বেরনোর পরও এ ধরনের অভিযোগ এনেছিলেন সুজাতা। ' আমার হারের জন্য দলের একাংশ দায়ী। আমার হারের পিছনে একাধিক বিধায়ক রয়েছেন। বিজেপি প্রার্থী স্বীকার করেছেন, তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ ছিল। নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আমাকে হারানো হয়েছে। মমতা-অভিষেক সব জানেন' । 


আরও পড়ুন :


'কলকাতা মায়ের শহর, এখানে এমন ভাবতেই পারছি না'', আর জি কর ইস্যুতে মুখ খুললেন বিদ্যা বালান