বেহালা: 'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে সিবিআই হানা। নিয়োগ-দুর্নীতিকাণ্ডের (Recruitment Corruption) তদন্তে এদিন 'কালীঘাটের কাকু'র বাড়িতে যায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছয় সুজয়কৃষ্ণর কাছে, দাবি সিবিআই সূত্রের । 


আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও তাঁর ব্যবসায়িক অংশীদার হেমন্ত শর্মার বাড়ি-অফিসে ম্যারাথন আয়কর হানার মধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাঁড়াশি অভিযানে নামল সিবিআই ও ইডি। একই দিনে, একই সঙ্গে, সিবিআইয়ের ৪টি টিম হানা দিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন PA সুকান্ত আচার্য কলকাতার ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার


পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিল। তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতেও পৌঁছে গেল সিবিআই।


অন্যদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র জি়জ্ঞাসাবাদের মুখে পড়লেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া। 


নিয়োগ দুর্নীতি মামলায় বাগ কমিটির রিপোর্টেই উঠে এসেছিল পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যর নাম। একাধিকবার জিজ্ঞাসাবাদের পরে, বৃহস্পতিবার সাতসকালে তাঁর নিউ ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় সিবিআই।


নিয়োগ দুর্নীতির সূত্র সন্ধানে এদিন সকালেই বেহালার ফকিরপাড়া রোডে কালীঘাটের কাকু বলে বর্ণিত সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি ও ফ্ল্যাটে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা ।  সুজয়কৃষ্ণ যেখানে থাকেন, কলকাতার ১২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজার পর্ণশ্রীর ফ্ল্যাটেও হানা দেয় সিবিআই। 


সিবিআইয়ের অন্য একটি দল, পর্ণশ্রী থেকে কয়েক কিলোমিটার দূরে,মহেশতলায় মার্লিন অ্যাপার্টেমেন্টে পৌঁছে যায়। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাট। সেখানেও দীর্ঘসময় ধরে চলে তল্লাশি-অভিযান।


নিউটাউনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন প্রবীর। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসক শিবিরের একাধিক নেতা আগেই গ্রেফতার হয়েছেন। এবার জেলায় জেলায় গজিয়ে ওঠা নিয়োগ দুর্নীতির Racket-এর চাঁইদের পালা। তাদের খোঁজে এদিন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া-কে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি। 


আরও পড়ুন: Recruitment Corruption: আদালতের ভর্ৎসনার পরই SSC মামলায় প্রথমবার গোপন জবানবন্দি রেকর্ড CBI-এর