সন্দীপ সরকার, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই তাঁকে নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। 'কালীঘাটের কাকু' (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) রাজনৈতিক কেরিয়ার নিয়েও নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ২০১১ সালের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার নেপথ্যেও কৌশল দেখছেন বিরোধীরা।
২০১১ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই উপনির্বাচনেই নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন সুজয়কৃষ্ণ। নির্বাচন কমিশনের কাছে তাঁর জমা দেওয়া হলফনামাতেই সবটা স্পষ্ট। সে বার ৮০৯ টি ভোটও পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। সুজয়কৃষ্ণের গ্রেফতারির পর নতুন করে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে।
এর আগে, কয়লাকাণ্ডে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. নারদকাণ্ডের ফুটেও দেখা মিলেছে তাঁর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হলেন এবার। তাই ভবানীপুরের মতো হাইপ্রোফাইল কেন্দ্র থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিয়েও জলঘোলা শুরু হয়েছে। বিরোধীদের ভোট কাটতেই কি ডামি প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছিল তাঁকে? মমতাকে সুবিধা করে দেওয়াই কি লক্ষ্য ছিল, প্রশ্ন তুুলছেন বিরোধীরা।
আরও পড়ুন: Suvendu Adhikari: ‘মজা বুঝিয়ে দেব’, হুঁশিয়ারি শুভেন্দুর, সারদাকর্তার চিঠি নিয়ে পাল্টা খোঁচা কুণালের
ভবানীপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যদিও রাখঢাক নেই সুজয়কৃষ্ণের। এর আগে, এবিপি আনন্দকে তিনি বলেন, "হ্যাঁ দাঁড়িয়েছিলাম। কেন? মমতার সঙ্গে একই ব্যালটে নাম থাকবে বলে দাঁড়িয়েছিলাম।"
এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বঙ্গ CPM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি। তিনি বলেন, "উনি ডামি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। উনি তো নিজেই বলছেন, আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ছুঁতে পারবেন না। কোথা থেকে এই আত্মবিশ্বাস পাচ্ছেন। নিশ্চয়ই কোথাও থেকে ভরসা পাচ্ছেন! এটাই আমাদের আশঙ্কা যে, সারদা এবং নারদের মতো ফের মাথাদের নাম ধামাচাপা পড়ে যাবে কিনা।" যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক কুমার ঘোষের বক্তব্য, "ডামি প্রার্থী মানেই প্রার্থীর কাছের লোক, গভীর বন্ধু, এর কোনও মানে নেই। অনেক সময় প্রার্থী জানেনই না ডামি প্রার্থী কে। সিনেমায় যাঁরা স্টান্টম্যান, তাঁরা কি নায়কের কোলে ছেলে?"
নিয়োগ দুর্নীতিত মামলায় নাম উঠে আসা ইস্তক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ। মমতার পরিবারের সদস্যদের সঙ্গে সংস্থার উচ্চপদে তাঁর নাম থাকা হোক বা অভিষেককে 'সাহেব' বলে সম্বোধন, এবং সর্বোপরি ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা, যত সময় এগোচ্ছেন, ততই তাঁকে ঘিরে কৌতূহল বাড়ছে। আগামী দিনে তিনি মুখ খুললে, আরও বিস্ফোরক তথ্য হাতে আসতে পারে বলে মন বিরোধীদের।