প্রকাশ সিনহা, কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আর কোনও বাধা রইল না। যে কোনও জায়গায় গিয়ে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)। নির্দেশ দিল ইডির (Enforcement) বিশেষ আদালত। গতকাল ইডি আদলতে জানায়, কোর্ট কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিলেও তা করা যাচ্ছে না। কারণ দীর্ঘদিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর আবেদনও জানায় ইডি। এসএসকেএমের চিকিৎসকরাই সুজয়কৃষ্ণ ভদ্রর স্বাস্থ্য পরীক্ষার পর ঠিক করবে, তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কিনা বা জেলে ফেরানো যাবে কিনা। ইডির আবেদনের প্রেক্ষিতে নির্দেশ দিল বিশেষ আদালত।
হাসপাতালে সারপ্রাইজ ভিজিট: গত ১৮ অক্টোবর সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে এসএসকেএমে সারপ্রাইজ ভিজিট করে ইডি। এদিন বিকেলে আচমকা সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ জন ইডি আধিকারিক। কেবিনে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে। অগাস্টে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গেই বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। সেই দিনই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। এরপর থেকে সেখানেই টানা ভর্তি রয়েছেন তিনি। তাই তাঁর কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চাইল ইডি। তাঁর কী কী সমস্যা রয়েছে, কোন কোন ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে সমস্তটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চায় ইডি। সূত্রের খবর, এর পর সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত সেই সমস্ত নথি নিয়ে আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি: সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে SSKM-এ সারপ্রাইজ ভিজিটের পর গতকাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে তথ্য তলব করে ED। সূত্রের খবর, জানতে চাওয়া হয়, জেলে থাকাকালীন কী ঘটেছিল যাতে তড়িঘড়ি SSKM-এ ভর্তি করা হয় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণকে? কতদিন তিনি জেল হাসপাতালে কাটিয়েছেন? হাসপাতালে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল? এখন তিনি কেমন আছেন? সুজয়কৃষ্ণ ভদ্র সম্পর্কে ED-র তরফে এসবই জানতে চাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে। আর আজই বিশেষ আদালতের তরফে নয়া নির্দেশ দেওয়া হল।
আরও পড়ুন: Durga Puja 2023: রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে হানা, পুজোয় ভেজাল খাবার রুখতে তৎপর কলকাতা পুরসভা